কাতারের জন্য ১৮টি এলএনজি পরিবহনকারী জাহাজ নির্মাণ করবে চীন

কাতারের জন্য ১৮টি আলট্রা-লার্জ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) পরিবহনকারী জাহাজ নির্মাণ করবে চীন। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ২ লাখ ৭১ হাজার ঘনমিটার।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

চীনা রাষ্ট্রীয় জাহাজ নির্মাণ কর্পোরেশন (সিএসএসসি) এবং কাতার এনার্জির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একক জাহাজ নির্মাণের ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম চুক্তি এটি।

এই এলএনজি পরিবহন জাহাজগুলোকে ‘সমুদ্রগামী সুপার রেফ্রিজারেটেড ট্রাক’ বলা হয়। এতে ১৬৩ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও কম তাপমাত্রায় এলএনজি বহন করা যাবে।

নির্মাণের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে জটিল জাহাজগুলোর মধ্যে অন্যতম এই জাহাজগুলো।

কাতারের সব আপডেট পেতে যুক্ত হোন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে

বিশ্বের বৃহত্তম এলএনজি পরিবহনকারী এসব জাহাজের প্রতিটির দৈর্ঘ্য ৩৪৪ মিটার, প্রস্থ ৫৩ দশমিক ৬ মিটার এবং গভীরতা ২৭ দশমিক ২ মিটার। প্রচলিত ১ লাখ ৭৪ হাজার ঘনমিটারের এলএনজি পরিবহনকারী জাহাজের তুলনায় এর পরিবহন ক্ষমতা ৫৭ শতাংশ বেশি।

জাহাজগুলো সিএসএসসি’র সহযোগী প্রতিষ্ঠান হুতোং-চংহুয়া শিপবিল্ডিং নকশা প্রণয় ও নির্মাণ করবে।

আরো পড়ুন

Inqilab

Loading...
,