২৫ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড ২০ হাজার কোটি টাকা!

Loading...

২৫ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড ২০ হাজার কোটি টাকা!

নতুন বছরের জানুয়ারির প্রথম ২৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) এর পরিমাণ দাঁড়ায় ২০ হাজার ৪৪৭ কোটি ২ লাখ টাকা।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

অর্থাৎ প্রতিদিন গড়ে ৮১৮ কোটি টাকারও বেশি রেমিট্যান্স এসেছে। এভাবে চললে জানুয়ারিতেও রেমিট্যান্সের পরিমাণ দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। চলতি অর্থবছরের টানা সাত মাস রেমিট্যান্স দুই বিলিয়ন ডলারের মাইলফলক ধরে রাখতে যাচ্ছে।

Loading...

ব্যাংকভিত্তিক রেমিট্যান্সের উৎস

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারির প্রথম ২৫ দিনে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ডলার।

বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংক পেয়েছে ৭ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৪ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলো থেকে এসেছে প্রায় ৪৮ লাখ ডলার।

ডিসেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড

সদ্য বিদায়ী ডিসেম্বরে রেকর্ড পরিমাণ ২৬৩ কোটি ৯০ লাখ ডলার বা ৩১ হাজার ৬৬৮ কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে। একক মাসে এর আগে এত রেমিট্যান্স কখনো আসেনি।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

অর্থবছরের প্রথমার্ধে বড় সাফল্য

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ৩৭৭ কোটি ৭০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২৯৭ কোটি ৭০ লাখ ডলার বেশি।

Loading...

দেশের অর্থনীতিতে প্রবাসীদের এই অবদান শুধু বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে না, বরং উন্নয়নের গতিকে ত্বরান্বিত করছে।

শেয়ারবিজনেস24.কম

Loading...

Loading