৮ মাসেও ছাড়া পায়নি সৌদি আরবে আটক ১২ প্রবাসী

Loading...

৮ মাসেও ছাড়া পায়নি সৌদি আরবে আটক ১২ প্রবাসী

গত ৫ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে ছাত্র জনতার বিজয় উপলক্ষ্যে ৮ আগস্ট আনন্দ ভোজ অনুষ্ঠান থেকে আটক হন ১২ বাংলাদেশি। ৮ মাস পার হলেও এখনো ছাড়া পাননি তারা। আটকদের মুক্ত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলনে করেছেন ভিকটিম পরিবার।

আজ শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভিকটিমের পাশে দাড়ান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার করার আগে দেশের মানুষদের অধিকার রক্ষা করতে হবে। যে ১২ জন রেমিট্যান্স যোদ্ধা সৌদি আরবে আটকা পড়ে আছে তাদের নিরাপদে দেশে আনাই বড় সংস্কার। আমি আপনাদের পাশে আছি এবং সর্বাত্মক সহযোগিতা করবো।

আরও উপস্থিত ছিলেন- রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, তাতীদলের কেন্দ্রিয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ড. কাজী মনিরুজ্জামান মনির, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবাধিকার সংগঠক, মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহসান উল্লাহ। এ সময় ভিকটিমের বাবা, মা, স্ত্রী, সন্তানসহ স্বজনরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মলনে স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে জানান, ১২ জন সৌদি প্রাবাসী গ্রেপ্তার হওয়ার পর থেকেই পরিবার নিয়ে কষ্টে দিন পার করছে। সেখানকার রাষ্ট্রদূত এ ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

তারা প্রধান উপদেষ্টা, পররাষ্ট উপদেষ্টা ও প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের উপদেষ্টার সহযোগিতা কামনা করেন।
আগামীকাল রবিবার সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হবে, পরে প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট মন্ত্রনালয় ও প্রবাসী কল্যান মন্ত্রনালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

আরও খবর

আজকালের খবর

Loading...

Loading