সৌদি আরবে স্ত্রী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

Loading...

সৌদি আরবে স্ত্রী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

সৌদি আরবের মক্কায় অ্যাসিড ও ছুরি হামলা করে নিজের স্ত্রীকে হত্যা করেছেন এক প্রবাসী বাংলাদেশি। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে আরও একজনকে খুন করেছেন তিনি। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বরাতে এ খবর জানিয়েছে সৌদি গেজেট।

পুলিশের বিবৃতিতে মতে, রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতরের দিন মক্কার একটি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের জেরে ওই বাংলাদেশি স্ত্রীর ওপর আক্রমণ করেন। হামলায় ধারালো ছুরি ও অ্যাসিড ব্যবহার করা হয়। এতে ওই নারী নিহত হন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

স্ত্রীর ওপর আক্রমণের পরপরই ওই বাংলাদেশি নিজের শরীরে অ্যাসিড ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। ওই বাংলাদেশি এখন পুলিশ হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় নিহত ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি। তবে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসার তত্ত্বাবধান করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় মক্কা প্রদেশে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

সৌদি আরবের আইন অনুযায়ী, এ ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে এবং আশা করা যাচ্ছে, দ্রুতই এর পেছনের আসল কারণ ও অন্যান্য তথ্য সামনে আসবে।

আরও খবর

সময় নিউজ

Loading...

Loading