ভুয়া এজেন্সি থেকে দূরে থাকতে হজযাত্রীদের পরামর্শ সৌদির

Loading...

ভুয়া এজেন্সি থেকে দূরে থাকতে হজযাত্রীদের পরামর্শ সৌদির

সরকারের অনুমোদন নেই— এমন সব এজেন্সি ও অনলাইন প্ল্যাটফরম থেকে হজ করতে ইচ্ছুকদের দূরে থাকার পরামর্শ দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছর যারা হজ করতে ইচ্ছুক— তারা যেন চটকাদার বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে অনুমোদনহীন কোনো হজ এজেন্সি বা অনলাইন প্ল্যাটফরমের ওপর ভরসা না করেন।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

যারা এসব এজেন্সি বা অনলাইট প্ল্যাটফরমে নিজেদের নিবন্ধন করবেন, তাদের হজের অনুমতি দেওয়া হবে না বলে সতর্কবার্তা দিয়ে বিবৃতিতে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে কোনো প্রকার অননুমোদিত সংস্থা বা অনলাইন প্ল্যাটফরমের কোনো সম্পর্ক নেই।

আরও বলা হয়েছে, প্রত্যেক হজযাত্রীর ভিসা অবশ্য বৈধ হতে হবে এবং নিজ নিজ দেশের হজ বিষয়ক দপ্তর বা সৌদির হজবিষয়ক প্ল্যাটফরম নুসুকে নিজেদের নাম নিবন্ধন করতে হবে। নুসুক হজ প্ল্যাটফরমের মাধ্যমে বিশ্বের ১২৬টি দেশের মুসল্লিরা হজযাত্রী হিসেবে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

সৌদিতে বসবাসরত মুসল্লিদের জন্যও প্রতি বছর হজ প্যাকেজের অফার দেয় বিভিন্ন সংস্থা। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কোনো সংস্থার অফার বেছে নেওয়ার আগে যেন সৌদির মুসল্লিরা ভালোভাবে এটি যাচাই করে নেন যে সংস্থাটি সৌদি সরকারের অনুমোদিত কি না।

প্রতি বছর হজ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদিতে আসেন লাখ লাখ মুসলিম। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর হজ শুরু হবে ৪ অথবা ৫ জুন।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরও খবর

Dhakapost.com

Loading...

Loading