কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার ফিরবেন খালেদা জিয়া
Loading...

কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার ফিরবেন খালেদা জিয়া
কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে আগামী মঙ্গলবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আগামীকাল সোমবার লন্ডন থেকে রওনা হবেন, মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন। বিএনপির মিডিয়া উইং থেকে গতকাল শনিবার রাত পৌনে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
অবশ্য মঙ্গলবার কখন খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন, তা জানা যায়নি। এ তথ্য পরে জানানো হবে বলে ওই বার্তায় উল্লেখ করেছে মিডিয়া উইং।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
এর আগে খালেদা জিয়া আগামীকাল সোমবার দেশে ফিরবেন বলে জানিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করছি, দেশনেত্রী খালেদা জিয়া সোমবার কাতারের যে রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন গিয়েছিলেন, সেই এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটেই ঢাকা ফিরে আসবেন।’
এক যৌথসভা শেষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘সময়টা আমরা এখন নিশ্চিত করে বলতে পারছি না। কারণ এ সময়টা নির্ভর করবে বিভিন্ন বিষয়ের ওপরে, বিভিন্ন দেশের ওপর দিয়ে এই বিশেষ ফ্লাইটের চলাচল অনুমতির ওপরে। এটি যদি আজকে (শনিবার) রাতে অথবা কালকে (রবিবার) নিশ্চিত হই, আমরা তা গণমাধ্যমে সেটা জনগণকে জানিয়ে দেব।’
বাংলাদেশ বিমানের ফ্লাইটের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘কাতারের অ্যাম্বুলেন্সের নিশ্চয়তাটা কিছুক্ষণ আগে পর্যন্ত পাইনি। তাই বিমানের বিষয়টি ভাবা হয়েছিল। এখন এয়ার অ্যাম্বুলেন্স কখন আসবে, সে সময় ঠিক হলে আমরা প্রেসকে জানিয়ে দেব।’
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
তিনি আরও বলেন, ‘ম্যাডাম লন্ডনে চার মাস চিকিৎসা নিয়েছেন। প্রথমে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ধারাবাহিকভাবে চিকিৎসা গ্রহণ করেন। তার অবস্থার উন্নতি হয়েছে।
একদিকে একটি ভালো পরিবেশ, বিশেষ করে পারিবারিক পরিবেশ, একই সঙ্গে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে উন্নত চিকিৎসার কারণে তিনি আল্লাহর অশেষ রহমতে আগের চেয়ে অনেক সুস্থবোধ করছেন। সে কারণে দেশনেত্রী সিদ্ধান্ত নিয়েছেন দেশে ফিরে আসবেন।’
এর আগে গত শুক্রবার বিএনপি মহাসচিব জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন সোমবার বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন বেলা ১১টায়। বিমানের এই ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবে। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে বিএনপির তরফ থেকে দুই সপ্তাহ আগে কাতারে যোগাযোগ করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এ বিষয়ে জানানো হয়।
Loading...
কিন্তু টেকনিক্যাল কারণে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়ায় বিলম্ব হওয়ায় বিএনপি চেয়ারপারসন বাংলাদেশ বিমানে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেন এবং সেই অনুযায়ী সোমবার বিজি-২০২ ফ্লাইটে খালেদা জিয়াসহ তার দুই পুত্রবধূ এবং অন্য সদস্যদের টিকিটসহ সব প্রস্তুতিও শেষ করা হয়েছিল।
খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে দলীয় প্রস্তুতি নিয়ে আলাপ শেষে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দলীয় নেতাকর্মীদের প্রতি আমাদের আহ্বান থাকবে, অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে, তারা নেত্রীকে অভ্যর্থনা জানাবেন।
এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে বিএনপির পতাকা নিয়ে আমরা নেত্রীকে অভ্যর্থনা জানাব। এটা আমাদের সিদ্ধান্ত। নেতারা দায়িত্ব নিয়েছেন, শৃঙ্খলা বজায় রেখে সবাই নেত্রীকে অভ্যর্থনা জানাতে পারে, সেই ব্যবস্থা করবেন।’
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
তিনি আরও বলেন, ‘জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে, এই ফ্লাইটটি আসার পর অথবা আগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে, তারা যেন সেই পথটি ব্যবহার করার চেষ্টা করেন। অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত নিচের পথটা বাদ দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার চেষ্টা করেন, এটা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। আমার বিশ^াস, জনগণ সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং তারা তাদের প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানানোর ব্যবস্থা করবেন।’
গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বিশেষ করে সাংবাদিক ভাইদের বলব, আমি এজন্য এ কথা বারবার করে বলছি, উনি আসবেন ৭-৮ ঘণ্টার ফ্লাইটে। ঢাকায় আসার পর বাসায় ফিরতে যদি ওনার ৪-৫ ঘণ্টা লাগে, তাহলে তো রাস্তায় উনি অসুস্থ হয়ে পড়বেন। সুতরাং আমাদের উচিত হবে, যত দ্রুত সম্ভব বিমানবন্দর থেকে বাসায় যেতে পারেন, সেটাকে নিশ্চিত করা।’
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান দেশে আসছেন।
মির্জা ফখরুল বলেন, ‘এশিয়া মহাদেশের নারী নেত্রীদের মধ্যে যে দু-একজন সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন গণতন্ত্রের জন্য এবং সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন, তাদের মধ্যে অন্যতম দেশনেত্রী খালেদা জিয়া। তিনি কখনোই অন্যায়ের কাছে, বিশেষ করে ফ্যাসিবাদের কাছে মাথা নত করেননি।
Loading...
১৯৭১ সালে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা করেন, তখন তার দুই শিশুপুত্রের হাত ধরে ঢাকায় চলে এসেছিলেন। ঢাকায় এসেই তিনি পাক-সেনাদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। দীর্ঘ ৯ মাস পাক-সেনানিবাসে বন্দি ছিলেন।
এই মহীয়সী অকুতোভয় নেত্রী যিনি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কখনোই আপস করেননি, যিনি গণতন্ত্রের প্রশ্নে কখনোই আপস করেননি, সেই নেত্রী ফ্যাসিস্ট হাসিনা সরকারের মিথ্যা মামলায় কারাগারে গুরুতর অসুস্থ অবস্থায় বাংলাদেশের চিকিৎসা গ্রহণ করেন।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীকালে ছাত্র-জনতার অভ্যুত্থানে বিজয়ের পর তিনি যুক্তরাজ্য গিয়ে চিকিৎসা নেন। তিনি আমাদের কাছে শুধু প্রিয়ই নন, তিনি আমাদের বড় সম্পদ। দেশের মানুষের কাছে তাদের অধিকার আদায়ের লড়াইয়ে, গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে, তিনি আমাদের আলোকবর্তিকা।’
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ও চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
Loading...
যৌথসভার বৈঠক সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে নেতারা আলাপ করেছেন। সেদিন সপ্তাহের ব্যস্ততম দিন থাকায় নেতাকর্মীদের উপস্থিতি ও সড়কে তাদের অবস্থান নিয়ন্ত্রণ করতে পরিকল্পনা করেও তার বাস্তবায়নে হিমশিম খাওয়ার কথা জানিয়েছেন উপস্থিত নেতারা।
জানা গেছে, খালেদা জিয়াকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিমানবন্দরের টারমাকে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দর থেকে গাড়িতে করে খালেদা জিয়ার গাড়িবহর গুলশানের উদ্দেশে রওনা হবে। বিমানবন্দর মোড় থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’ পর্যন্ত সড়কের দুই পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে নেত্রীকে শুভেচ্ছা জানাবেন।
সূত্রগুলোর মতে, খালেদা জিয়ার ঢাকায় ফেরা উপলক্ষে নেতাকর্মীদের ভিড় হবে সোমবার সকাল থেকেই। সপ্তাহের ব্যস্ততম দিনে আসা নেতাকর্মীদের সড়কে অবস্থান করা নিয়মতান্ত্রিক করতে চেষ্টা চালাবে বিএনপি। বিষয়টি সামনে রেখে ঢাকার ট্রাফিক বিভাগের সঙ্গেও সমন্বয় করার সিদ্ধান্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, সোমবার বিমানবন্দর সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হবে। যে কারণে ট্রাফিক বিভাগ থেকে বিশেষ নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হয়েছে বিএনপির পক্ষে।
গতকাল সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যৌথসভা ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিও আজ আলাদা সভা ডেকেছে।
Loading...
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসা শেষে ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে ছেলে তারেক রহমানের বাসায় রেখে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রাখা হয়।
আরও খবর
Loading...
