ভারত ও পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প

Loading...

ভারত ও পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প

আজ শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতে দীর্ঘ আলোচনার পর উভয় দেশই পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ভারত ও পাকিস্তান এখনই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ খবর বিবিসির

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

আজ শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতে দীর্ঘ আলোচনার পর উভয় দেশই পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

তিনি উভয় দেশকে অভিনন্দন জানিয়ে আরও লিখেছেন, ‘সাধারণ জ্ঞান ও উচ্চ বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য দুই দেশকেই অভিনন্দন। এ বিষয়ে আপনাদের মনোযোগী হওয়ার জন্য ধন্যবাদ!’
এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারও বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, পাকিস্তান ও ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

তিনি আরও বলেন, ‘নিজের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করে পাকিস্তান সবসময় এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা চেয়েছে।’

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তা আমাদের শীর্ষ সেনা কর্মকর্তাকে ফোন করেছেন। ফোনালাপে উভয়পক্ষই স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করতে সম্মত হয়েছে।’

এই যুদ্ধবিরতি ভারতীয় সময় বিকেল ৫টা থেকে কার্যকর হবে বলেও জানান বিক্রম মিশ্রি।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আগামী সোমবার (১২ মে) উভয়পক্ষ আবারও বৈঠক করবে।

এদিকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর সব ধরনের ফ্লাইটের জন্য আকাশসীমা খুলে দিয়েছে পাকিস্তান। পাকিস্তান এয়ারপোর্ট অথোরিটি (এপিএ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আরও খবর

tbsnews

Loading...

Loading