হজের পর উমরা ভিসা চালুর সময় জানাল সৌদি
Loading...

হজের পর উমরা ভিসা চালুর সময় জানাল সৌদি
পবিত্র হজের জন্য অন্য বছরের তুলনায় এবার আগেভাগেই উমরা ভিসা বন্ধ এবং উমরা যাত্রীদের দেশত্যাগের সময় বেঁধে দেয় সৌদি আরব। যে কারণে রমজান মাসের শেষের দিকে অনেকেই আর উমরা যেতে পারেননি। তাই আগামী বছর কতদিন উমরা ভিসা চালু থাকবে এবং কবে থেকে ভিসা দেওয়া শুরু হবে- সেটা আগেই জানিয়ে দিয়েছে।
সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশী উমরা যাত্রীদের জন্য হজ-পরবর্তী উমরা ভিসা প্রদানের কার্যক্রম ১৪ জিলহজ থেকে শুরু হবে। তবে কবে থেকে উমরা পালনকারীরা দেশটিতে প্রবেশ করতে পারবেন, সেটা এখন স্পষ্ট করে বলা হয়নি।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
হজ ও উমরা মন্ত্রণালয়ের সূত্রে আল আরাবিয়া জানিয়েছে, চলতি বছর হজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১৪ জিলহজ্জ অর্থাৎ ১১ জুন থেকে বিদেশী উমরা যাত্রীদের জন্য উমরা ভিসা চালু করা হবে।
হজ মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, রমজানের শেষ পর্যন্ত উমরা ভিসা দেওয়া যাবে এবং ১ শাওয়াল থেকে উমরা ভিসা প্রদান বন্ধ হয়ে যাওয়ার পর, কেবলমাত্র ইস্যুকৃত ভিসাধারী উমরা যাত্রীরা ১৫ শাওয়াল পর্যন্ত দেশে প্রবেশ করতে পারবেন।
উমরা ভিসায় সৌদি আরব আসা যাত্রীদের আগামী (২০২৬) বছর হজ মৌসুমের আগে অর্থাৎ ১৪৪৭ হিজরির ১৫ জিলকদের মধ্যে নিজ নিজ দেশে ফিরে যেতে হবে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
উল্লেখ্য, এ বছর হজ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতায়, রমজানের মাঝামাঝি থেকে বিদেশীদের জন্য উমরা এবং ভিজিট ভিসা প্রদান বন্ধ করে দেওয়া হয়।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
ভিসা প্রদানের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো, বিভিন্ন দেশের হজযাত্রীরা যাতে আরামের সঙ্গে ইবাদত-বন্দেগি ও চলাফেরা করতে পারেন। মক্কা এবং পবিত্র স্থানসমূহে অপ্রয়োজনীয় যানজট না ঘটে, হজযাত্রীরা শান্তি ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে হজপালন করতে পারেন।
আরও খবর
Loading...
