বিএমইটি কার্ডধারী প্রবাসীরা বছরে ২টি নতুন মোবাইল বিনাশুল্কে আনতে পারবেন
Loading...

বিএমইটি কার্ডধারী প্রবাসীরা বছরে ২টি নতুন মোবাইল বিনাশুল্কে আনতে পারবেন
ছয় মাস ধরে যারা প্রবাসে আছেন এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কার্ডধারী তাদের বছরে দুটি নতুন মোবাইল ফোন কোনোধরনের শুল্ক-কর ছাড়াই আনার সুযোগ দিয়েছে সরকার।
অন্য সাধারণ যাত্রীরা বিদেশ থেকে আসার সময় বছরে একবার একটি নতুন মোবাইল ফোন সেট আনতে পারবেন, তাদের কোনোধরনের শুল্ক-কর দিতে হবে না।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য নতুন অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালায় এই সংশোধন এনে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
২ জুন এই অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়, যেখানে অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালায় পরিবর্তন আনা হয়।
৩ জুন প্রজ্ঞাপন আকারে নতুন বিধিমালা জারি করা হয়। বলা হয়, প্রজ্ঞাপন জারির ৩০ দিন পর এটি কার্যকর হবে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে একজন প্রবাসী দেশে ফেরার সময় নিজের দুইটি ব্যবহৃত মোবাইলের সঙ্গে একটি নতুন মোবাইল ফোন আনতে পারতেন, সেক্ষেত্রে শুল্ক-কর পরিশোধ করতে হতো।
চলতি অর্থবছরের জন্য যে বিধিমালা করা হয়, সেখানে একজন প্রবাসী তার ব্যবহৃত হিসেবে দুটি মোবাইল সেট তো আনতে পারবেনই, সঙ্গে নতুন একটি সেটও বছরে একবার শুল্ক-কর ছাড়াই আনার সুযোগ দেওয়া হয়।
এবার এই বিধিমালায় সংশোধন এনে বিএমইটি কার্ডধারীদের জন্য সুযোগ আরও বাড়ান হল।
Loading...
এছাড়াও একজন যাত্রী পরিহিত অবস্থায় থাকুক বা না থাকুক একবছরে এক বা একাধিক বার মিলিয়ে সাকুল্যে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার বা ২০০ গ্রাম রুপার অলঙ্কার (যেখানে একই প্রকারের অলঙ্কার ১২টির বেশি নয়) শুল্ক-কর ছাড়াই আনতে পারবেন।
তবে এর জন্য তাকে ঘোষণা দিতে হবে। নতুন ব্যাগেজ বিধিমালায় ব্যক্তি পর্যায়ে স্বর্ণ আমদানি নিরুৎসাহিত করতে এখন থেকে বছরে একবারের বেশি স্বর্ণের বার আমদানি বন্ধ করা হল।
Loading...
বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে নির্দিষ্ট পরিমাণ শুল্ক-কর পরিশোধের মাধ্যমে একজন যাত্রী বছরে যতবার ইচ্ছে ততবার ১১৭ গ্রাম বা ১০ ভরি স্বর্ণের বার আনতে পারতেন।
নতুন বিধিমালা অনুযায়ী, একজন যাত্রী বছরে সর্বোচ্চ ১১৭ গ্রাম বা ১০ ভরি স্বর্ণের বার বা স্বর্ণ পিণ্ড একবার আনতে পারবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
আরও পড়ুন
Loading...
