প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ হবে
Loading...

প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ হবে
প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, শ্রমিক ভাইবোনদের সুরক্ষায় আগামী ২-৩ সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে চুক্তি হবে।
ইতিহাসে অতীতে সৌদি আরবের সঙ্গে এমন কোনো চুক্তি বাংলাদেশের ছিল না। ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
আসিফ নজরুল বলেন, নিজেদের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলে রেমিট্যান্স যোদ্ধারা জুলাই আন্দোলনে সমর্থন দিয়েছিলেন। তাদের সেই আত্মত্যাগ চোখে দেখা যায় না। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার যাওয়ার আগে প্রবাসীদের জন্য কিছু করে যেতে চায়।
প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে।’ তিনি আরও বলেন, সৌদি আরবের সঙ্গে নতুন একটি চুক্তি হতে যাচ্ছে, যা ভারত ও পাকিস্তানের সঙ্গেও নেই। এই চুক্তি হলে সৌদি আরবে শ্রমিক ভাই-বোনদের নিরাপত্তা ও সুরক্ষা আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।’
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
বিদেশ গমনেচ্ছুদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘একটু খোঁজখবর নিয়ে সেখানে যাবেন। বিদেশে গিয়ে অনিশ্চিত জীবনে ঝাঁপ দেবেন না। বরং টাকা-পয়সা থাকলে দেশে থেকেই ব্যবসা করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘যারা বিদেশে থাকেন, তাদের মনে রাখতে হবে আপনারা বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। এমন কিছু করবেন না, যাতে আপনাদের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়।’
আরও পড়ুন
Loading...
