মধ্যপ্রাচ্য রুটে উড়োজাহাজের টিকিট মূল্য অস্বাভাবিক বৃদ্ধি, বিপাকে প্রবাসীরা
Loading...

মধ্যপ্রাচ্য রুটে উড়োজাহাজের টিকিট মূল্য অস্বাভাবিক বৃদ্ধি, বিপাকে প্রবাসীরা
হঠাৎ করেই মধ্যপ্রাচ্য রুটে, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইমুখী উড়োজাহাজের টিকিট মূল্য লাফিয়ে বেড়ে লাখ টাকা ছাড়িয়েছে। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসীরা।
সিঙ্গেল টিকিটে দেশে ছুটিতে এসে ফেরার উপায় খুঁজে না পেয়ে পড়েছেন চরম বিড়ম্বনায়। একসময় ২০-৩৫ হাজার টাকার টিকিট এখন লাখ টাকা!
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট রয়েছে আবুধাবি, দুবাই ও শারজাহ অভিমুখে। একসময় এসব রুটে ইকোনমি টিকিট পাওয়া যেত মাত্র ২০ থেকে ৩৫ হাজার টাকায়। কিন্তু এখন সেই টিকিট এক লাখ টাকা ছাড়িয়ে গেছে।
তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে ফেরার পথে। দুবাই থেকে ঢাকামুখী টিকিট এখনো মিলছে ২১ থেকে ২৩ হাজার টাকায়। কিন্তু লাখ টাকা ছাড়িয়ে গেছে ঢাকা উত্তম চট্টগ্রাম থেকে দুবাই মুখে টিকেটের মূল্য। অথচ ঢাকা থেকে দুবাই আকাশপথে দূরত্ব প্রায় ৩৫০০ কিলোমিটার। কিন্তু এর চেয়ে বেশি দূরত্বের কোন কোন গন্তব্য ও পার্শ্ববর্তী দেশের টিকেট মূল্য তুলনামূলক অনেক কম।
ভয়াবহ প্রভাব স্বল্প আয়ের প্রবাসীদের ওপর। মধ্যপ্রাচ্যের অধিকাংশ প্রবাসী মাত্র ২০-৩০ হাজার টাকা বেতনে জীবন চালান। এই আয়ের মধ্যে এত ব্যয়বহুল টিকিট কেনা তাঁদের জন্য প্রায় অসম্ভব। অনেকেই বলেন, “ছুটি নিয়ে দেশে এসেছি, এখন টিকিটের দামে ফিরে যেতেই পারছি না। চাকরিও হারানোর ভয় আছে।”
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
প্রবাসীদের অভিযোগ, একটি সিন্ডিকেট ইচ্ছেমতো টিকিটের দাম বাড়াচ্ছে। কোনো নিয়ন্ত্রণ নেই। উৎসব কিংবা ছুটিতে দেশে ফিরতে না পারার হতাশা প্রতিনিয়ত বাড়ছে। তাই টিকিট মূল্য নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান তাঁরা।
সরকারি মনিটরিং জরুরি :
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) ও প্রতিযোগিতা কমিশনের নজরদারি জরুরি। নইলে প্রবাসীদের দুর্ভোগ আরও বাড়বে, যা বৈদেশিক মুদ্রা পাঠানোর হারেও প্রভাব ফেলতে পারে।
Loading...
চড়া টিকিটের ভারে যখন প্রবাসীরা দিশেহারা, তখন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপই হতে পারে তাদের ভরসার জায়গা।
আরও পড়ুন
Loading...
