২০১৬ সালের পর ফের তুলনামূলক কম দামের আইফোন বাজারে আনতে যাচ্ছে অ্যাপল।
চলতি বছরের মার্চের শুরুতে অ্যাপল নতুন সেই আইফোন বাজারে আনতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
আইফোনটি দেখতে অনেকটা আইফোন ৮-এর মতো হবে বলে ধারণা করা হচ্ছে। এতে ৪ দশমিক ৭ ইঞ্চি পর্দা এবং এবং একটি হোম বোতাম থাকবে বলে প্রতিবেদনে জানানো হয়। তবে ফেস আইডি সুবিধা থাকবে না। প্রসেসর হিসেবে আইফোন ১১-এর সমপর্যায়ের প্রসেসর ব্যবহার হতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
আইফোন বিশ্লেষক মিং চি কৌ বলেন, আইফোনটির সম্ভাব্য দাম ৩৯৯ ডলার থেকে শুরু হতে পারে। ৩ গিগাবাইট র্যাম এবং ৬৪ ও ১২৮ গিগাবাইট রমে পাওয়া যাবে। তিনটি রঙে বাজারে আনা হতে পারে বলেও জানান তিনি।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com