বাংলাদেশসহ এশিয়ার ১৬ দেশে সাশ্রয়ী ‘চ্যাটজিপিটি গো’ চালু
Loading...

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি খাতে শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই বাংলাদেশসহ এশিয়ার ১৬টি দেশে স্বল্পমূল্যের সাবস্ক্রিপশন সেবা ‘চ্যাটজিপিটি গো’ চালুর ঘোষণা দিয়েছে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোয় এআই ব্যবহারের সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ওপেনএআই জানিয়েছে, বর্তমানে এশিয়ার মোট ১৮টি দেশে ‘চ্যাটজিপিটি গো’ সেবা পাওয়া যাবে। নতুন দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ব্রুনাই দারুসসালাম, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলংকা, থাইল্যান্ড, তিমুর-লেস্তে (পূর্ব টিমুর) ও ভিয়েতনাম।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
এর আগে চলতি বছরের শুরুতে ভারত ও ইন্দোনেশিয়ায় পরীক্ষামূলকভাবে সেবাটি চালু হয়েছিল।
ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বিভাগের প্রধান নিক টারলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে চ্যাটজিপিটিকে আরো সাশ্রয়ী করার দাবি জানিয়ে আসছেন। সেই দাবি পূরণ করতেই নতুন প্ল্যান চালু করা হয়েছে।
বাজেট ফ্রেন্ডলি চ্যাটজিপিটি গো সাবস্ক্রিপশন প্ল্যানে ব্যবহারকারীরা ফ্রি সংস্করণের সব সুবিধা পাবেন। পাশাপাশি ছবি তৈরি, ফাইল আপলোড, উন্নত তথ্য বিশ্লেষণ এবং বেশি ব্যবহার সীমার মতো অতিরিক্ত সুবিধাও পাবেন। ফলে শিক্ষার্থী, পেশাজীবী ও সাধারণ ব্যবহারকারীরা সহজে নানা কাজে এআই প্রযুক্তিটি ব্যবহার করতে পারবেন।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
ওপেনএআই জানিয়েছে, ভারতে মাসে ৩৯৯ রুপি (প্রায় ৪ ডলার ৫ সেন্ট) এবং ইন্দোনেশিয়ায় ৭৫ হাজার রুপিয়ায় (প্রায় ৪ ডলার ৫৩ সেন্ট) এ প্ল্যান চালু হয়েছে। অন্যান্য এশীয় দেশে স্থানীয় বাজার অনুযায়ী দাম ভিন্ন হতে পারে। তবে দাম ৫ ডলারের নিচে থাকবে, যা বাংলাদেশী মুদ্রায় হয় ৬০০ টাকার মতো।
বর্তমানে প্রতিষ্ঠানটির আরো দুটি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে, চ্যাটজিপিটি প্লাস (প্রতি মাসে ২০ ডলার) ও চ্যাটজিপিটি প্রো (প্রতি মাসে ২০০ ডলার)। এছাড়া ব্যবসায়িক গ্রাহকদের জন্য মাসে ২৫ ডলারের একটি প্ল্যানও রয়েছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
ওপেনএআইয়ের ভাষ্য, নিম্ন আয়ের দেশগুলোয় চ্যাটজিপিটির ব্যবহার গত কয়েক মাসে উচ্চ আয়ের দেশগুলোর তুলনায় চার গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। ধীরে ধীরে সব দেশেই বাজেটবান্ধব চ্যাটজিপিটি গো সেবা চালু করা হবে।
আরো পড়ুন
Loading...
