বিশ্বের শীর্ষ ১০ পাসপোর্টের তালিকায় নেই যুক্তরাষ্ট্র

Loading...

হেনলি পাসপোর্ট ইনডেক্সে এ বছর প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী শীর্ষ ১০ পাসপোর্টের তালিকা থেকে বাদ পড়েছে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে এক নম্বরে থাকা দেশটি বর্তমানে নেমে এসেছে ১২তম স্থানে। একই স্থানে রয়েছে মালয়েশিয়াও।

বর্তমানে যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীরা ২২৭টি গন্তব্যের মধ্যে মাত্র ১৮০টিতে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। অন্যদিকে, এশিয়ার দেশগুলোর প্রভাব বাড়ছে। সিঙ্গাপুর ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে শীর্ষে আছে। এর পরেই দক্ষিণ কোরিয়া (১৯০) এবং জাপান (১৮৯)।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

এই সূচকটি আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)-এর তথ্যের ভিত্তিতে তৈরি হয়। কোনো দেশের নাগরিকরা কতগুলো দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন, তার ওপর নির্ভর করে র‌্যাঙ্ক নির্ধারণ করা হয়।

পতনের কারণ

যুক্তরাষ্ট্রের পাসপোর্টের অবস্থান নিচে নেমে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে ভিসামুক্ত প্রবেশাধিকার কমে যাওয়া। সম্প্রতি ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভিসামুক্ত চুক্তি বাতিল হয়েছে। চীন তাদের নতুন ভিসামুক্ত তালিকা থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েছে। এছাড়া পাপুয়া নিউগিনি, মায়ানমার, সোমালিয়া ও ভিয়েতনামের নীতিগত পরিবর্তন যুক্তরাষ্ট্রের পাসপোর্টের মান কমিয়েছে।

হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ড. ক্রিশ্চিয়ান এইচ. কেলিন বলেন, ছোট ছোট পরিবর্তনগুলোই বড় প্রভাব ফেলছে। বৈশ্বিক চলাচলের স্বাধীনতা ও কূটনৈতিক প্রভাবের মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

যুক্তরাজ্যও নিচে

যুক্তরাজ্যের পাসপোর্টও ইতিহাসের অন্যতম নিম্ন অবস্থানে নেমে গেছে। জুলাইয়ে ৬ষ্ঠ স্থানে থাকা দেশটি এখন ৮ম স্থানে। ২০১৫ সালে এক নম্বরে ছিল যুক্তরাজ্য।

উন্মুক্ততার সূচকে পিছিয়ে যুক্তরাষ্ট্র

বর্তমানে যুক্তরাষ্ট্র ১৮০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারে, কিন্তু নিজে মাত্র ৪৬টি দেশকে এমন সুবিধা দেয়। ফলে হেনলি ওপেননেস ইনডেক্সে যুক্তরাষ্ট্রের অবস্থান ৭৭তম।

ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র অ্যাসোসিয়েট অ্যানি ফোরশেইমার বলেন, যুক্তরাষ্ট্রের এই অবস্থান রাজনৈতিক সিদ্ধান্তের ফল। দ্বিতীয় ট্রাম্প মেয়াদ শুরুর আগেই দেশটি একাকীত্বমূলক নীতিতে ঝুঁকেছিল।

তিনি বলেন, এই নীতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ওপর। বর্তমানে কয়েকটি আফ্রিকান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে ৫ থেকে ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড দিতে হয়।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

চীনের অগ্রগতি

গত এক দশকে চীনের পাসপোর্ট দ্রুত উন্নতি করেছে। ২০১৫ সালে ৯৪তম স্থান থেকে এখন ৬৪তম স্থানে উঠে এসেছে। গত বছরই নতুন করে ৩০টি দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিয়েছে দেশটি।

বিশ্লেষকেরা বলছেন, উন্মুক্ত ও সহযোগিতামূলক নীতি অনুসরণকারী দেশগুলোর পাসপোর্ট শক্তি বাড়ছে দ্রুত, আর যারা প্রতিরক্ষামূলক অবস্থান নিচ্ছে, তারা পিছিয়ে পড়ছে।

আরো পড়ুন

Loading...

Loading