বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দুর্বল পাসপোর্ট: শীর্ষে সিঙ্গাপুর, তলানিতে আফগানিস্তান

Loading...

বিমানবন্দরের লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা বা সেই লাইন পেরিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছে যাওয়া—এই পার্থক্যই বলে দেয়, সব পাসপোর্টের কদর এক নয়। কিছু দেশের নাগরিকরা অনায়াসে বিশ্বের নানা দেশে প্রবেশ করতে পারেন, আবার কিছু দেশের নাগরিকদের ভিসা জটিলতা ও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় প্রায়ই।

এই বৈষম্যের পরিমাপ করে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স, যারা প্রতিবছর প্রকাশ করে “হেনলি পাসপোর্ট সূচক”— কোন দেশের নাগরিকরা ভিসা ছাড়াই কতটি দেশে প্রবেশ করতে পারেন, তার ভিত্তিতে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

শীর্ষে এশিয়ার দাপট

২০২৫ সালের সর্বশেষ সূচকে সিঙ্গাপুর টানা চতুর্থ বছরের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী। দেশটির নাগরিকরা বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৯৩টিতে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া (১৯০টি গন্তব্য), তৃতীয় স্থানে জাপান (১৮৯টি গন্তব্য)।

ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ—যেমন ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ ও সুইডেন— যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে, যাদের নাগরিকরা ১৮৭টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার ভোগ করেন।

তলানিতে আফগানিস্তান, সিরিয়া ও ইরাক

অন্য প্রান্তে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত দেশগুলো। আফগানিস্তান, সিরিয়া ও ইরাক তালিকার একেবারে নিচে। এই দেশগুলোর নাগরিকরা যথাক্রমে ২৪, ২৬ ও ২৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

আমেরিকা ও ব্রিটেনের পতন

একসময় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এখন তালিকায় পিছিয়ে গেছে। ২০১৪ সালে শীর্ষে থাকা আমেরিকা এখন মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে ১২তম স্থানে, যেখানে নাগরিকরা ১৮০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। ২০১৫ সালে শীর্ষে থাকা ব্রিটেন নেমে এসেছে অষ্টম স্থানে।

বিশেষজ্ঞরা বলছেন, এর মূল কারণ ‘ক্রিয়া-প্রতিক্রিয়া নীতি’। ধনী দেশগুলো যখন নিজেদের সীমান্তে ভিসা নীতি কঠোর করে, তখন অন্য দেশগুলোও পাল্টা প্রতিক্রিয়া দেখায়, ফলে তাদের নাগরিকদেরও ভ্রমণ স্বাধীনতা সীমিত হয়।

চীনের উত্থান

অন্যদিকে, গত দশকে সবচেয়ে বড় উত্থান ঘটেছে চীনের। ২০১৫ সালে যেখানে চীন ছিল ৯৪তম, সেখানে ২০২৫ সালে এসে দেশটি ৬৪তম স্থানে উঠে এসেছে। চীন এখন যুক্তরাষ্ট্রের তুলনায় ৩০টি বেশি দেশের নাগরিকদের ভিসা-মুক্ত প্রবেশাধিকার দেয়—যদিও এর মধ্যে রাশিয়ার মতো পশ্চিমা বিশ্বের এড়িয়ে চলা দেশও রয়েছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

গোল্ডেন পাসপোর্টের জনপ্রিয়তা

পাসপোর্টের শক্তি কমলেও, ধনীদের মধ্যে ‘দ্বিতীয় নাগরিকত্ব’ বা ‘গোল্ডেন পাসপোর্ট’ প্রকল্পের প্রতি আগ্রহ বাড়ছে। হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, বর্তমানে তাদের সবচেয়ে বেশি গ্রাহক আমেরিকানরা। তারা বিনিয়োগের মাধ্যমে ইউরোপীয় বা ক্যারিবীয় পাসপোর্ট অর্জনে আগ্রহী হয়ে উঠেছেন।

২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে আমেরিকানদের নাগরিকত্ব আবেদন বেড়েছে ৬৭ শতাংশ। তাদের পছন্দের তালিকায় রয়েছে গ্রিস, পর্তুগাল, সেন্ট কিটস ও নিউজিল্যান্ডের পাসপোর্ট।

পাসপোর্ট এখন বিলাসবহুল পণ্য

বিশ্বায়নের যুগে একটি অতিরিক্ত পাসপোর্ট এখন কেবল নাগরিকত্ব নয়, বরং বিলাসবহুল সম্পদের প্রতীক। দ্রুত ভ্রমণ, বিনিয়োগ সুবিধা ও নিরাপত্তার নিশ্চয়তা—সব মিলিয়ে ‘শক্তিশালী পাসপোর্ট’ এখন গ্লোবাল নাগরিকদের নতুন আকাঙ্ক্ষা হয়ে উঠেছে।

Loading...

Loading