বিক্রিতে এগিয়ে আইফোন ১৭ বেজ মডেল
Loading...

গত মাসে (১৯ সেপ্টেম্বর) বাজারে এসেছে অ্যাপলের নতুন স্মার্টফোন সিরিজ ‘আইফোন ১৭’। মাত্র এক মাসের ব্যবধানে সিরিজটি বিক্রির দিক থেকে তার পূর্বসূরি আইফোন ১৬–কে ছাড়িয়ে গেছে।
সোমবার (৭ অক্টোবর) বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট এ তথ্য জানায়।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
প্রতিবেদন অনুযায়ী, নতুন সিরিজ বাজারে আসার পর যুক্তরাষ্ট্র ও চীনের বাজারে প্রথম ১০ দিনে আইফোন ১৭ সিরিজের বিক্রি বেড়েছে ১৪ শতাংশ। অর্থাৎ, গুরুত্বপূর্ণ এই দুই বাজারে ১৭ সিরিজের মডেলগুলো প্রাথমিক বিক্রিতে গত বছরের মডেলকে পেছনে ফেলেছে।
চীন ও যুক্তরাষ্ট্রে প্রথম ১০ দিনের বিক্রির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সিরিজের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বেজ মডেলটি। এই দুই বাজারে আইফোন ১৭ বেজ মডেলের বিক্রি আইফোন ১৬ বেজ মডেলের তুলনায় বেড়েছে ৩১ শতাংশ। শুধুমাত্র চীনের বাজারে বেজ মডেলের বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
বাজার বিশ্লেষক মেংমেং ঝাং বলেন, “আইফোন ১৭ বেজ মডেল গ্রাহকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। এটি দামের তুলনায় অনেক উন্নত ফিচার দিচ্ছে।”
তার মতে, উন্নত চিপ, উন্নত ডিসপ্লে, বেশি বেজ স্টোরেজ ও উন্নত সেলফি ক্যামেরা—সবকিছুই গত বছরের আইফোন ১৬-এর একই দামে পাওয়া যাচ্ছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আইফোন ১৭ বেজ মডেলের বিশেষত্ব
এই মডেলে রয়েছে ৬.৩ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, যার সর্বোচ্চ ব্রাইটনেস ৩ হাজার নিটস এবং এতে যুক্ত করা হয়েছে প্রোমোশন অ্যাডাপ্টিভ ১২০ হার্টজ রিফ্রেশ রেট।
ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল ডুয়াল ফিউশন রিয়ার ক্যামেরা সিস্টেম এবং ১৮ মেগাপিক্সেলের সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা। গত বছরের ১৬ সিরিজের বেজ মডেলে ছিল ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ও ৪৮+১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ।
Loading...
প্রসেসরেও এসেছে উন্নতি—আইফোন ১৬ সিরিজে ব্যবহৃত এ১৮ চিপসেটের পরিবর্তে আইফোন ১৭ বেজ মডেলে আছে এ১৯ চিপসেট। পাশাপাশি স্টোরেজ সক্ষমতা বাড়ানো হয়েছে ১২৮জিবি থেকে ২৫৬জিবি।
এত সব নতুন ও উন্নত ফিচার যুক্ত করা হলেও দাম অপরিবর্তিত রেখেছে অ্যাপল। যুক্তরাষ্ট্রে আইফোন ১৭ বেজ মডেলের দাম ৭৯৯ ডলার।
অন্যদিকে, ১৭ সিরিজ বাজারে আসার পর আইফোন ১৬ বেজ মডেলের দাম ১০০ ডলার কমিয়ে ৬৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে।
আরো পড়ুন
Loading...






