বিমান বাংলাদেশে যুক্ত হচ্ছে নতুন বিমান
Loading...

বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হচ্ছে নতুন বিমান
ফ্লাইট সংকট মোকাবিলায় রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে লিজে যুক্ত হচ্ছে চারটি নতুন উড়োজাহাজ। পাশাপাশি এয়ারবাস ও বোয়িং থেকে নতুন বিমান কেনার প্রস্তাবও পর্যালোচনা করছে কর্তৃপক্ষ।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজ স্বল্পতার কারণে একাধিক আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমানো বা সাময়িক বন্ধ করতে হয়েছে। এমনকি হজ মৌসুমেও ফ্লাইট ঘাটতি দেখা দেয়, যা যাত্রীসেবায় প্রভাব ফেলেছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বুসরা ইসলাম বলেন, “নতুন বিমান কেনার সিদ্ধান্ত থাকলেও সেগুলো ২০৩২ সালের আগে আসবে না। এর আগেই হজসহ ব্যস্ত মৌসুমে ফ্লাইট সংকট দেখা দেবে। তাই জরুরি ভিত্তিতে লিজে চারটি উড়োজাহাজ আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
বর্তমানে বিমানের বহরে রয়েছে ২১টি উড়োজাহাজ। ২০২৩ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঢাকা সফরের সময় তৎকালীন সরকারকে ১০টি এয়ারবাস বিক্রির প্রতিশ্রুতি দিয়েছিল ফ্রান্স।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
পরে বিমান বোর্ড চারটি এয়ারবাস কেনার অনুমোদন দেয়। প্রতিটির দাম ধরা হয় ১৮০ মিলিয়ন ডলার, সঙ্গে প্রতিটি বিমানের জন্য অফেরতযোগ্য ৫ মিলিয়ন ডলার ‘প্রতিশ্রুতি ফি’ প্রস্তাব করেছিল এয়ারবাস।
অন্যদিকে, বোয়িংয়ের প্রস্তাবে একই ধরনের বিমান তুলনামূলক কম দামে বিক্রির কথা বলা হয় এবং প্রতিশ্রুতি ফি রাখা হয় মাত্র ১ মিলিয়ন ডলার।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
তবে সরকারের পরিবর্তনের পর ওই চুক্তি বাস্তবায়ন হয়নি। সম্প্রতি আবারও নতুন প্রস্তাব দিয়েছে বোয়িং ও এয়ারবাস—তবে এবার দুই কোম্পানিই সংশোধিত প্রস্তাব দিয়েছে।
বিমান সূত্র জানায়, এবার রাজনৈতিক প্রভাব নয়, আর্থিক যুক্তি ও বাস্তব প্রয়োজনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। এর মাধ্যমে বহরের সক্ষমতা বাড়িয়ে আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা নিশ্চিত করতে চায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আরো পড়ুন
Loading...






