শনিবার থেকে বন্ধ হচ্ছে অর্ধকোটি সিম

Loading...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জাতীয় নির্বাচনের আগে সিম অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার (১২ অক্টোবর) থেকে একজন গ্রাহক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

বিটিআরসি নির্দেশনা দিয়েছে, যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সক্রিয় সিম রয়েছে, তাদের অতিরিক্ত সিম শনিবার থেকে বন্ধ করে দিতে হবে। এতে প্রায় ৫০ লাখ সিম বন্ধ হয়ে যাবে বলে জানা গেছে। আগামী বছর গ্রাহকপ্রতি সিম সীমা আরও কমিয়ে পাঁচটিতে নামানোর পরিকল্পনাও রয়েছে।

কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত

বিটিআরসি জানায়, সিম অপব্যবহার, সাইবার জালিয়াতি ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগস্টে এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম স্বেচ্ছায় বাতিল বা মালিকানা পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। তিন মাসে প্রায় ১৫ লাখ গ্রাহক স্বেচ্ছায় সিম বাতিল করেছেন। তবে এখনো ৫০ থেকে ৫৩ লাখ অতিরিক্ত সিম সক্রিয় রয়েছে, যা শনিবার থেকে বন্ধ করে দেবে অপারেটরগুলো।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান বলেন,

“আমরা তিন মাস সময় দিয়েছিলাম। যেসব গ্রাহক সাড়া দেননি, তাদের অতিরিক্ত সিম আজ থেকেই বাতিল করা হবে।”

সিম ব্যবহারে বিশ্বে নবম বাংলাদেশ

বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোবাইল ব্যবহারকারী প্রায় ১৮ কোটি ৭৯ লাখ ৭০ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের ৮ কোটি ৫৯ লাখ, রবি আজিয়াটার ৫ কোটি ৭৫ লাখ, বাংলালিংকের ৩ কোটি ৭৯ লাখ এবং টেলিটকের ৬৬ লাখ ৭০ হাজার গ্রাহক রয়েছে।

বিশ্বের মোবাইল ব্যবহার সূচকে বাংলাদেশের অবস্থান নবম। চীনে ১৬১ কোটি, ভারতে ১৫১ কোটি, ইন্দোনেশিয়ায় ৩৮ কোটি ৫৫ লাখ এবং যুক্তরাষ্ট্রে ৩৮ কোটি সিম ব্যবহার হয়।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

কী বলছেন অপারেটররা

রবি আজিয়াটা পিএলসির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন,

“শুধু সিম সংখ্যা কমানো অপরাধ কমানোর কার্যকর উপায় নয়। এতে রাজস্ব হ্রাস, প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত ও বিনিয়োগ নিরুৎসাহিত হবে। অনেক বৈধ গ্রাহকও ক্ষতিগ্রস্ত হবেন।”

অন্যদিকে বিটিআরসি বলছে, সিম সংখ্যা সীমিত করা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়ক হবে। তারা জানিয়েছে, দীর্ঘমেয়াদে প্রতিটি গ্রাহককে সর্বোচ্চ পাঁচটি সিম ব্যবহারের সীমায় আনার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

“অপারেটররা ব্যবসার স্বার্থে যত বেশি সিম বিক্রি করবে, নিরাপত্তা তত হুমকির মুখে পড়বে। ভারসাম্য দরকার,” — বলেন ব্রিগেডিয়ার জেনারেল মনিরুজ্জামান।

আরো পড়ুন

Loading...

Loading