সিলেটের তিনটি আসনে প্রবাসীদের চমক

Loading...

সিলেটের তিনটি আসনে প্রবাসীদের চমক

দেশের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ের প্রতিটি নির্বাচনে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহনের ইতিহাস দীর্ঘ সময়ের। নির্বাচনে প্রার্থীতার পাশাপাশি ভোট উৎসবে অংশ গ্রহনে বিপুল সংখ্যক প্রবাসীর দেশে ছুটে আসার বিষয়টি নির্বাচনী এলাকার প্রচারনায় নতুন মাত্রা যোগ হয়ে থাকে।

বিশেষ করে লন্ডন প্রবাসী সিলেটীদের নির্বাচনী তৎপরতায় সম্পৃকতার বিষয়টি উল্লেখ্যযোগ্য।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

সাম্প্রতিক সময়ে জাতীয় নির্বাচনে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে প্রবাসীদের প্রার্থী হওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দলের পক্ষ থেকে এক সময়ে দুয়েকটি আসনে প্রাথী হলেও সময়ের ব্যবধানে সিলেটের প্রতিটি আসনেই প্রবাসী নেতারা প্রাথী হচ্ছেন।

অনেকে দলের মনোনয়নও পাচ্ছেন। প্রবাসী প্রতিনিধি হয়ে সংসদে গিয়ে মন্ত্রী হওয়ারও নজির রয়েছে সিলেট বিভাগে। ২০২৬ সালের নির্বাচনে সিলেটের বিভিন্ন আসনে বিএনপির প্রবাসী নেতাদের প্রার্থীতা রেকর্ড সৃষ্টি করেছে।

সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৪টিতে প্রার্থী ঘোষণা করছে বিএনপি। এর মধ্যে তিনটিতে চমক দেখিয়েছেন প্রবাসীরা। হেভিওয়েট প্রার্থীদের পেছনে ফেলে দলীয় মনোনয়নের দৌঁড়ে এগিয়ে গেছেন তারা। ঘোষণা না হওয়া ৫টি আসনের কোনটিতে প্রবাসী নতুন মুখ আসতে পারে বলেও গুঞ্জন চলছে।

Loading...

সোমবার দেশের ২৩৭টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। এর মধ্যে সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সুনামগঞ্জ-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমদ ও মৌলভীবাজার-২ আাসনে যুক্তরাষ্ট্র প্রবাসী শওকত হোসেনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর আহমদ দু’জনই তারেক রহমানের ঘনিষ্টজন হলেও সিলেট বিভাগে গুঞ্জন ছিল দলীয় মনোনয়ন একজনই পাবেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের দু’জনের কাউকেই হতাশ হতে হয়নি। সিলেট-৩ এর মতো সুনামগঞ্জ-৩ আসনেও প্রবাসী প্রার্থীর উপর আস্থা রেখেছে বিএনপি। দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষনা করা হয়েছে কয়ছর আহমদের।

Loading...

সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজার-২ আসনটি সবসময়ই আলোচিত। আসনটি থেকে এর আগে বিএনপির এমএ শাহীন এবং আওয়ামী লীগের সুলতান মোহাম্মদ মনসুর ও শফিউল আলম নাদেলের মতো নেতারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

জামায়াতে ইসলামীর বর্তমান আমীর ডা. শফিকুর রহমানও একবার আসনটি থেকে প্রতিদ্বন্ধিতা করেছিলেন। এবার আসনটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সওকত হোসেন।

১৩ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করে পরাজিত হন। কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের পেছনে ফেলে দলীয় টিকেট লাভ করেন সওকত।

আরও পড়ুন

জনকণ্ঠ অনলাইন

Loading...

Loading