শাহজালালে হচ্ছে নতুন চারতলা কার্গো ভিলেজ
Loading...

শাহজালালে হচ্ছে নতুন চারতলা কার্গো ভিলেজ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনার পর বিশেষ পরিকল্পনা করছে সরকার। নতুন করে অত্যাধুনিক সুবিধাসহ একটি চারতলা কার্গো ভিলেজ নির্মাণের চিন্তা করছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে ‘ফ্যাব্রিকেটেড স্ট্রাকচার’ তৈরি করে এমন একটি প্রতিষ্ঠান প্রেজেন্টেশন দিয়েছে। সরকারের মূল লক্ষ্য হলো দ্রুত কার্গো ভিলেজ ঠিক করে তার কার্যক্রম পুনরায় শুরু করা।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
সম্প্রতি এ লক্ষ্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে একটি সভা হয়েছে। সেখানে কার্গো ভিলেজ নিয়ে বিস্তারিত আলোচনা ও দ্রুত কার্গো ভিলেজ চালুর উদ্যোগ নেওয়া হয়।
বিমানবন্দরে শুল্ক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে জায়গায় আমদানি ও রপ্তানির পণ্য রাখা হয়, তাকে কার্গো ভিলেজ বলা হয়। অনেক বিমানবন্দরে আমদানি ও রপ্তানির জন্য আলাদা আলাদা কার্গো কমপ্লেক্স থাকে।
শুল্ক সম্পন্ন হওয়ার পর পণ্য চালান বুঝে নেন আমদানিকারক বা তাদের প্রতিনিধি। শুল্ক প্রক্রিয়ার ওপর নির্ভর করে পণ্য কতদিন কার্গো ভিলেজে থাকবে।
Loading...
তবে কিছু ক্ষেত্রে পণ্য দ্রুত বিদেশে পাঠানোর প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ, তৈরি পোশাক মালিকেরা লিড টাইমের মধ্যে বিদেশি ক্রেতার কাছে পণ্য পৌঁছানোর জন্য বিমানযোগে পাঠান।
তখন কখনও দুই তিন দিনের মধ্যে পণ্য কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যায়। আবার কার্গো বিমানে জায়গা সংকটের কারণে রপ্তানিমুখী পণ্যকে কয়েক দিন কার্গো ভিলেজে রাখতে হয়। এজন্য রপ্তানিকারকরা কার্গো ভিলেজে জায়গার ভাড়া দিয়ে পণ্য কিছু দিন রাখেন।
একইভাবে, আমদানিকারকরা শুল্ক প্রক্রিয়া সম্পন্ন করতে বা মালামাল খালাস করতে কয়েক দিন অপেক্ষা করতে পারেন, তখন তাদের পণ্য আমদানি কার্গো ভিলেজে থাকে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনে পুড়ে যাওয়া কার্গো ভিলেজের জায়গায় একটি আধুনিক ডিজাইনের চারতলা কার্গো ভিলেজ তৈরি করার প্রস্তাব এসেছে।
সম্প্রতি মন্ত্রণালয়ে একটি প্রতিষ্ঠান প্রেজেন্টেশন দিয়েছে, যেখানে নতুন ভবনের জন্য অনেক সুপারিশও এসেছে। সরকারের মূল লক্ষ্য হলো দ্রুত কার্গো ভিলেজ ঠিক করে কার্যক্রম শুরু করা এবং এর জন্য যা দরকার তাই করা হবে।
Loading...
ফ্যাব্রিকেটেড স্ট্রাকচার তৈরি করা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে জানান, আলোচনার দিন বিমানে একটি প্রেজেন্টেশন হয়েছে, কিন্তু এটিকে আনুষ্ঠানিক মিটিং বলা যাবে না।
এই প্রেজেন্টেশনের মূল বিষয় ছিল কার্গো ভিলেজকে আধুনিক করা এবং পুনরুদ্ধারের কাজ। যেহেতু কার্গো ভিলেজে প্রচুর পরিমাণ পণ্য লেনদেন হতো, তাই এর কার্যক্রম দ্রুত আবার চালু করা জরুরি।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






