সিলেটে আওয়ামী লীগ নেতাকে না পেয়ে ১৬ বছর বয়সী ছেলেকে আটক করলো পুলিশ

Loading...

সিলেটে আওয়ামী লীগ নেতাকে না পেয়ে ১৬ বছর বয়সী ছেলেকে আটক করলো পুলিশ

সিলেটে নি‌ষিদ্ধ ঘো‌ষিত সংগঠন ছাত্রলীগের সং‌শ্লিষ্টতার অ‌ভিযোগে ১৬ বছর বয়সী নবম শ্রেণির এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পু‌লিশ। গ্রেপ্তারকৃত আকরাম আহমদ সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

এমন ঘটনায় অনেকে প্রশ্ন তুলছেন, ‍পুলিশ কি তবে আবারও পুরনো চরিত্রে কাজ শুরু করেছে? কোনো মামলা না থাকার পরও কিশোর ছেলেকে গভীর রাতে গ্রেফতার করার বিষয়টিতে আইনের শাসন উপেক্ষিত হয়েছে বলে মনে করা হচ্ছে।

আটক হওয়া কিশোর আকরামের ব‌fবা এনাম আহমদ মহানগর আওয়ামী লীগের রাজনী‌তির সঙ্গে সং‌শ্লিষ্ট এবং তি‌নি সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের ভাই। গত সোমবার রাতে নগরের ছড়ারপাড় এলাকা থেকে আকরামকে গ্রেপ্তার করে পু‌লিশ।

প‌রিবারের দা‌বি, সোমবার মধ্যরাতে পু‌লিশ ছড়ারপাড় এলাকায় এনাম আহমদের বা‌ড়িতে অ‌ভিযান চালায়। এসময় বাবাকে না পেয়ে কিশোর ছেলে আকরামকে আটক করে নিয়ে যায় পু‌লিশ।

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে রাজনীতি নি‌ষিদ্ধ। আকরাম কোনো ধরণের রাজনী‌তির সঙ্গে সং‌শ্লিষ্ট ছিল না।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বাবাকে না পেয়ে ছেলেকে গ্রেপ্তারের বিষয়‌টি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, গ্রেপ্তারকৃত আকরাম আহমদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিল। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও খবর

Loading...

Loading