সৌদি আরবের পেনাল্টি মিস! গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মরক্কো কোয়ার্টার ফাইনালে! ওমানের বিদায়

Loading...

সৌদি আরবের পেনাল্টি মিস! গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মরক্কো কোয়ার্টার ফাইনালে! ওমানের বিদায়

ফিফা আরব কাপের আরও একটি রোমাঞ্চকর দিনে, গতকাল (সোমবার) লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘বি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মরক্কো সৌদি আরবকে ১-০ গোলে পরাজিত করে গ্রুপে শীর্ষস্থান দখল করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে।

মরক্কো বনাম সৌদি আরব:

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

মরক্কো ১-০ সৌদি আরব মরক্কোর হয়ে একমাত্র গোলটি করেন করিম এল বারকাউই। তারিক তিসুদালির পাস থেকে সৌদি রক্ষণভাগের কড়া চাপের মুখে তিনি বল জালে জড়ান।

নকআউট পর্বে নিজেদের অগ্রগতি আগেই নিশ্চিত করা সৌদি আরব পেনাল্টি মিস করে খেলার শেষ মুহূর্তে সমতা ফেরানোর সুযোগ হারায়। বদলি খেলোয়াড় আবদুল্লাহ আল হামদান পেনাল্টি পেলেও তাঁর কিকটি বারের উপর দিয়ে চলে যায়।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

এই জয়ের ফলে মরক্কো গ্রুপ ‘বি’-তে শীর্ষে থেকে নকআউট পর্ব নিশ্চিত করল। সৌদি আরব তাদের অবস্থান ধরে রাখলেও নকআউট পর্বে পৌঁছে গেছে।

অন্য ম্যাচের ফলাফল: ওমানের বিদায়

গ্রুপের অন্য ম্যাচে ওমানের নকআউট পর্বে যেতে হলে কোমোরোসকে হারানোর পাশাপাশি মরক্কো-সৌদি ম্যাচের ফল তাদের অনুকূলে যাওয়া প্রয়োজন ছিল।

Loading...

ওমান কোমোরোসকে ২-১ গোলে পরাজিত করে তাদের কাজ সম্পন্ন করেছিল। তবে, মরক্কোর জয় নিশ্চিত হওয়ায় অন্য ম্যাচে কাঙ্ক্ষিত ফল না আসায় ওমানের এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading