মিসড কল মেসেজসহ নতুন ফিচার চালু করল হোয়াটসঅ্যাপ
Loading...

মিসড কল মেসেজসহ নতুন ফিচার চালু করল হোয়াটসঅ্যাপ
বেশকিছু নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন এ মেসেজিং অ্যাপের দাবি, এসব আপডেট ব্যবহারকারীদের যোগাযোগ আরো সহজ করবে এবং দারুণ অভিজ্ঞতা দেবে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
নতুন ফিচারগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মিসড কল মেসেজেস। আগে কেউ কল ধরতে না পারলে আলাদা করে ভয়েস মেসেজ পাঠাতে হতো।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
কিন্তু এখন ব্যবহারকারী কল করলে অন্য প্রান্ত থেকে সাড়া না পেলে সঙ্গে সঙ্গে একটি ছোট ভয়েস বা ভিডিও নোট রেকর্ড করে পাঠাতে পারবেন।
কোম্পানিটির দাবি, নতুন এই ওয়ান ট্যাপ অপশন প্রচলিত ভয়েস মেইলের বিকল্প হিসেবে কাজ করবে এবং ব্যবহারকারীকে আলাদা কোনো অ্যাপ ব্যবহার করতে হবে না।
Loading...
হোয়াটসঅ্যাপের ভয়েস চ্যাটেও এসেছে নতুন পরিবর্তন। এখন ব্যবহারকারীরা ‘চিয়ার্স!’ এর মতো নতুন রিঅ্যাকশন কথোপকথন বন্ধ না করেই ব্যবহার করতে পারবেন।
পাশাপাশি ভিডিও কলে যিনি কথা বলছেন, অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে তাকেই স্ক্রিন প্রাধান্য দিয়ে দেখাবে। ফলে গ্রুপ কলে আরো সহজ ও স্পষ্টভাবে কথা বলা সম্ভব হবে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
অন্যদিকে হোয়াটসঅ্যাপের মেটা এআই-ভিত্তিক ইমেজ ক্রিয়েশন ফিচারে এসেছে বড় ধরনের উন্নতি। এখন অ্যাপটি ফ্লাক্স ও মিডজার্নির নতুন ইমেজ জেনারেশন মডেল ব্যবহার করছে, যার ফলে ছবি তৈরি আরো মানসম্মত ও পরিষ্কার হবে।
বিশেষ করে উৎসব উপলক্ষে শুভেচ্ছাবার্তা বা সৃজনশীল ছবি তৈরিতে ব্যবহারকারীরা ভিন্ন অভিজ্ঞতা পাবেন। পাশাপাশি নতুন আরেকটি সুবিধায় যেকোনো স্থির ছবিকে ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী একটি ছোট ভিডিওতে রূপান্তর করা যাবে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






