দ্য বেস্ট কে? দোহায় আজ ফিফা দ্য বেস্ট এর জমকালো আসর
Loading...

দ্য বেস্ট কে? দোহায় আজ ফিফা দ্য বেস্ট এর জমকালো আসর
বিশ্ব ফুটবলের বর্ষসেরা কে? এই প্রশ্নের উত্তর মিলবে আজ।
বিশ্ব ফুটবলের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’-এর অপেক্ষা ফুরোল। সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর এবার চূড়ান্ত দিনক্ষণ ও ভেন্যু জানিয়ে দিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঘোষণা করা হবে বহুল আলোচিত ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস ২০২৫’।
দোহার অভিজাত ফেয়ারমন্ট হোটেলের কাটারা হলে জমকালো গালা অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হবে বিজয়ীদের নাম।
এই গালা ডিনারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনোর নেতৃত্বে প্রায় ৮০০ জন উচ্চপদস্থ অতিথি উপস্থিত থাকবেন, তাদের মধ্যে থাকবেন ফিফা কাউন্সিলের সদস্য, ফিফা কিংবদন্তি, বিশ্বজুড়ে সদস্য সংগঠনের প্রতিনিধি, স্থানীয় ও আঞ্চলিক রাষ্ট্রদূত এবং বিশ্ব ফুটবল সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা।
Loading...
ফিফা আরও জানিয়েছে যে, ২০২৫ সালের সেরা ফিফা ফুটবল পুরষ্কারের বিজয়ীদের নির্বাচনের ক্ষেত্রে ভক্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, ১ কোটি ৬০ লক্ষেরও বেশি ভোট দিয়েছেন, যা পুরষ্কার প্রক্রিয়ায় বিশ্বব্যাপী ভক্তদের অংশগ্রহণের কেন্দ্রীয় ভূমিকার উপর জোর দিয়েছে।
বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে মূল আয়োজন, যা সরাসরি সম্প্রচার করা হবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে।
একই সময়ে দোহায় অনুষ্ঠিত হবে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল। ফলে মঙ্গলবার পুরো ফুটবল বিশ্বের নজর থাকবে মধ্যপ্রাচ্যের এই শহরের দিকে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
এবারের ‘দ্য বেস্ট’-এ ছেলে ও মেয়েদের বর্ষসেরা খেলোয়াড়, কোচ ও গোলরক্ষকের পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি ঘোষণা করা হবে নারী ও পুরুষ ফুটবলের ওয়ার্ল্ড ইলেভেন।
এ ছাড়া বর্ষসেরা গোলের জন্য পুসকাস ও মার্তা অ্যাওয়ার্ড, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড এবং বর্ষসেরা সমর্থকের পুরস্কারও থাকছে তালিকায়।
Loading...
সবচেয়ে বেশি আলোচনা ছেলেদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ঘিরে। সংক্ষিপ্ত তালিকায় আছেন কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, হ্যারি কেইন, মোহাম্মদ সালাহ, পেদ্রি, কোল পালমার, উসমান দেম্বেলে, ভিতিনিয়া, রাফিনিয়া, আশরাফ হাকিমি ও নুনো মেন্দেজ।
Loading...
ফিফা জানিয়েছে, জাতীয় দলের অধিনায়ক, কোচ ও গণমাধ্যম প্রতিনিধিদের পাশাপাশি বিশ্বজুড়ে ১ কোটি ৬০ লাখের বেশি সমর্থকের ভোটে নির্ধারিত হয়েছে এবারের বিজয়ীরা। গল্প নয়, পারফরম্যান্স; এই বার্তা নিয়েই ‘দ্য বেস্ট’ মঞ্চে উঠছে বিশ্ব ফুটবল।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






