নির্বাচন বানচালে কুমিল্লা সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র

Loading...

নির্বাচন বানচালে কুমিল্লা সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট কুমিল্লায় বিভিন্ন থানা থেকে ১৭টি অস্ত্র লুট হয়। সেগুলো এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিয়ে জনসাধারণের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ‘বানচালের উদ্দেশে’ এই জেলার ভারত সীমান্ত দিয়ে আগ্নেয়াস্ত্র ঢুকছে বলে জানা গেছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

ইতোমধ্যে মাদকবিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে নেশাজাতীয় দ্রব্যের সঙ্গে কয়েকটি প্রাণঘাতী অস্ত্র উদ্ধারও হয়েছে। এতে জনমনে ভীতি ছড়িয়ে পড়েছে।

পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায় নানা মহলে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ায় কিছুটা তৎপর হয় জেলা প্রশাসন। গত অক্টোবরে কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে বিদায়ী জেলা প্রশাসক ও বিদায়ী পুলিশ সুপারের কাছে লুট হওয়া অস্ত্রের হিসাব জানতে চাইলে তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান। তবে বৃহস্পতিবার আমার দেশ-এর কাছে ১৭টি অস্ত্র এখনো উদ্ধার করতে না পারার তথ্য স্বীকার করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী ।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা যায়, কুমিল্লায় পুলিশের খোয়া যাওয়া অস্ত্রগুলো কার হাতে আছে, কী অবস্থায় আছে, আদৌ উদ্ধার করা সম্ভব কিনা এসব কোনো প্রশ্নের উত্তর নেই পুলিশের কাছে । এরই মধ্যে আসন্ন নির্বাচনকে টার্গেট করে নতুন অস্ত্র দেশে প্রবেশ করাচ্ছে সন্ত্রাসীরা।

এরই অংশ হিসেবে ভারতের ত্রিপুরা সীমান্ত দিয়ে আগে শুধু মাদক পাচার হলেও এখন আগ্নেয়াস্ত্রও আসছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাম্প্রতিক অভিযানে মাদকের সঙ্গে কয়েকটি অস্ত্র উদ্ধারও হয়েছে।

Loading...

গত মাসে বিজিবির একটি অভিযানে মাদকের সঙ্গে কয়েকটি অস্ত্র পাওয়া যায়। এ ধরনের ঘটনা কুমিল্লায় প্রথম বলে দাবি করেছে বিজিবি। এই বাহিনীর সূত্র জানায়, নির্বাচন সামনে রেখেই অস্ত্রের এসব চালান আসছে।

বিভিন্ন সূত্র জানায়, নির্বাচনের আগেই অরাজকতা তৈরি করতে টার্গেট করা হচ্ছে কুমিল্লার বিভিন্ন আসনের এমপি প্রার্থীদের। এর মধ্যে কুমিল্লা-৪ আসনে এনসিপির নমিনি পাওয়া দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উল্লেখযোগ্য। ইতোমধ্যে ভারত থেকেও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে ।

Loading...

জানা গেছে, তফসিল ঘোষণা হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৪ কিলোমিটার অংশে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা । গত কয়েক মাসে দফায় দফায় ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্কও তৈরি করেছে এই দুর্বৃত্তরা। এসব ঝটিকা মিছিল করতে আর্থিক সহযোগিতা করছেন পলাতক কিছু আওয়ামী ক্যাডার।

Loading...

কুমিল্লার সঙ্গে সীমান্তঘেঁষা ত্রিপুরা রাজ্য। জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির বহু নেতা ভারতে পালিয়েছে কুমিল্লা সীমান্ত দিয়ে। বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রতিবেশী দেশটির বিভিন্ন রাজ্যে পলাতক আওয়ামী সন্ত্রাসীরা নিরাপদ আশ্রয় হিসেবে ত্রিপুরাকে বেছে নিয়েছে।

নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হিসেবে ত্রিপুরা দিয়ে দেশে আওয়ামী সন্ত্রাসীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার পাঁয়তারা করছে দলটির পলাতক নেতারা।

Loading...

এনসিপি কুমিল্লা মহানগর শাখার যুগ্ম সমন্বয়ক রাশেদুল হাসান আমার দেশকে বলেন, ‘আমরা বলতে বলতে ক্লান্ত। অস্ত্রের মুখে জুলাই-আগস্ট আন্দোলন করে আসার পরে আজকে প্রায় দেড় বছর হতে চলল এখনো বহু অস্ত্র উদ্ধার করা হয়নি। গতকালের ঘটনার পর বলতে বাধ্য হচ্ছি— নেক্সট টার্গেট আমি, আপনি, আমরা। আর এর দায়ভার সম্পূর্ণ এই ব্যর্থ প্রশাসনের।’

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু আমার দেশকে বলেন, ‘পুলিশের লোড হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নিÑ এটা খুবই আতঙ্কের বিষয় । নির্বাচনের আগেই এসব অস্ত্র উদ্ধার না করতে পারলে জনজীবন হুমকির মুখে পড়তে পারে‌। আবার শুনছি সীমান্ত দিয়ে নতুন অস্ত্র আসছে। এটা উদ্বেগ আরো বাড়াচ্ছে।’

Loading...

কুমিল্লা মহানগর এবি পার্টির সভাপতি গোলাম সামদানী বলেন, ভারতে বসে নির্বাচন বানচাল করার জন্য ত্রিপুরা সীমান্ত দিয়ে অস্ত্র বাংলাদেশে পাঠাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের কাছেই অস্ত্র পাঠাচ্ছে ভারতে পলাতক আওয়ামী দুর্বৃত্তরা। তাদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া ।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘গত মাসে গোমতি নদী দিয়ে গোলাবাড়ী সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে গাঁজার সঙ্গে বিদেশি পিস্তল প্রবেশের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হই।’

Loading...

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী আমার দেশকে বলেন, ‘আমরা অনেক অস্ত্র উদ্ধার করেছি । এখনো কিছু অস্ত্র উদ্ধার বাকি আছে। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে । অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী ও র‍্যাব সহযোগিতা করছে ।’

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading