অনলাইনে ‘ভুয়া নথিপত্র বিক্রি’, মার্কিন আদালতে বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ
Loading...

অনলাইনে ‘ভুয়া নথিপত্র বিক্রি’, মার্কিন আদালতে বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট, সামাজিক নিরাপত্তা কার্ড ও ড্রাইভিং লাইসেন্সের মত পরিচয়পত্রের ‘ভুয়া টেমপ্লেট বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম’ পরিচালনাকারী এক বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সেখানকার আদালত।
জাহিদ হাসান নামে ২৯ বছর বয়সি ওই যুবকের বিরুদ্ধে নয়টি অভিযোগ আনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মন্টানা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্ট আলমে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
মন্টানা ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, অভিযোগের পাশাপাশি তার অনলাইন কেনাকাটার তিনটি সাইটের ডোমেইনও জব্দ করেছে এফবিআই। ভুয়া পরিচয়পত্র বা নথিপত্রগুলো ওই সাইটগুলোর মাধ্যমে বিশ্বজুড়ে তিনি বিক্রি করছিলেন।
ঢাকার জাহিদ হাসানের বিরুদ্ধে পরিচয় সংক্রান্ত ভুয়া নথিপত্র বিক্রি ও হস্তান্তরের ঘটনায় ছয়টি অভিযোগ আনা হয়েছে। ভুয়া পাসপোর্ট ব্যবহারের অভিযোগে দুটি এবং সামাজিক নিরাপত্তা জালিয়াতি সংক্রান্ত আরেকটি অভিযোগ করা হয়েছে।
Loading...
এফবিআই ফেইসবুকে এ বিষয়ক এ পোস্টে অবৈধ মার্কেটপ্লেস পরিচালনার অভিযোগে বাংলাদেশের একজন নাগরিককে চিহ্নিত করার কথা বলেছে।
দোষী সাব্যস্ত হলে প্রতিটি অভিযোগে তার ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। প্রতিটি অভিযোগের বিপরীতে তার সর্বোচ্চ আড়াই লাখ ডলার জরিমানা এবং কারাদণ্ড শেষ হওয়ার পর ৩ বছর পর্যন্ত প্রশাসনের নজরদারিতে থাকতে হতে পারে।
Loading...
মন্টানা ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস বলছে, ২০২১ সাল থেকে ২০২৫ সালের মধ্যে জাহিদ বাংলাদেশ থেকে ‘টেক ট্রিক’ ও ‘ই গিফট কার্ড স্টোর বিডি’ নামে কিছু অনলাইন ব্যবসার সাইট পরিচালনা করেন। সাইটগুলো থেকে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট, সামাজিক নিরাপত্তা কার্ড, মন্টানার ড্রাইভিং লাইসেন্স কার্ডের মত সরকারি তবে ভুয়া পরিচয়পত্র ও নথিপত্র ‘বিক্রি করা হয়’।
ব্যাংকের অনলাইন অ্যাকাউন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট, ডিজিটাল মুদ্রার প্ল্যাটফর্ম ও অন্যান্য অনলাইন কার্যক্রমের জন্য সেগুলো ব্যবহার করা হত। এসব সাইটের গ্রাহকরা কেনাকাটার জন্য বিটকয়েনের মত ভার্চুয়াল মুদ্রা ব্যবহার করত।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
যেমন- যুক্তরাষ্ট্রের একটি পাসপোর্ট টেমপ্লেটের জন্য ১২ ডলার, সামাজিক নিরাপত্তা কার্ড ৯ দশমিক ৩৭ ডলার এবং মন্টানার ড্রাইভিং লাইসেন্সের জন্য ১৪ দশমিক ০৫ ডলার খরচ করতে হত। এভাবে চার বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১ হাজার ৪০০ গ্রাহকের থেকে জাহিদ ‘টেক ট্রিক’ সাইটের মাধ্যমে ২৯ লাখ ডলার আয় করেন।
মন্টানা ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস আরও বলছে, গত ১৩ মে মন্টানার বোজম্যান নামে এক ব্যক্তির কাছ থেকে ‘টেক ট্রিক’ ও ‘ই গিফট কার্ড স্টোর বিডি’ সাইটে কেনাকাটায় বিটকয়েন নেন জাহিদ। এরপর যুক্তরাষ্ট্রের পাসপোর্ট টেমপ্লেট, সামাজিক নিরাপত্তা কার্ড ও মন্টানার ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করেন কিংবা হস্তান্তর করার চেষ্টা করেন।
Loading...
তদন্তের অংশ হিসেবে এফবিআই ‘টেক ট্রিক’, ‘ই গিফট কার্ড স্টোর বিডি’ ও ‘আইডিটেমপ্লেট ডটকম’ নামে তিনটি সাইটের ডোমেইন জব্দ করেছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






