তিন দশক পর বিক্রি হয়ে গেল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স
Loading...

তিন দশক পর বিক্রি হয়ে গেল পাকিস্তান ইন্টারন্যাশনাল
তিন দশকেরও বেশি সময় পর অবশেষে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ৭৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছে।
যা একসময় কেবল পাকিস্তান নয়, বরং দক্ষিণ এশিয়ার বিমান চলাচলের গর্ব হিসেবে বিবেচিত হতো।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্যদিয়ে দেশটির বিমান পরিবহনের ইতিহাসে নতুন যুগের সূচনা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এক প্রতিযোগিতাপূর্ণ নিলামে ১৩৫ বিলিয়ন রুপির (৪৮ কোটি ২০ লাখ ডলার) বিনিময়ে এয়ারলাইনসের মালিকানা পেয়েছে আরিফ হাবিব ইনভেস্টমেন্ট নামে একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। যা পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় লেনদেন হিসেবে বিবেচিত হচ্ছে।
দুই দফায় পরিচালিত এবং রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই নিলামটি গত বছরের ব্যর্থতার পর স্বচ্ছতার ইঙ্গিত দেওয়ার জন্য করা হয়েছিল, যখন বিক্রয়টি মাত্র একটি দর আকর্ষণ করেছিল।
পিআইএ বিক্রির নিলামে পাকিস্তান সরকারের রেফারেন্স মূল্য ছিল ১০০ বিলিয়ন রুপি। তিনটি পাকিস্তানি প্রতিষ্ঠান অংশ নেয়। নিলাম অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
দুই দফায় দরপত্র জমা দেয়ার পর আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ শীর্ষ দরদাতা হিসেবে নির্বাচিত হয়। প্রতিষ্ঠানটি পিআইএর বিক্রির জন্য প্রস্তাবিত ৭৫ শতাংশ শেয়ারের জন্য ১৩৫ বিলিয়ন পাকিস্তানি রুপি দিতে সম্মত হয়। চুক্তি অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যে অবশিষ্ট ২৫ শতাংশ শেয়ার কেনারও সুযোগ থাকবে তাদের।
নিলামে আরিফ হাবিব গ্রুপের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল লাকি সিমেন্টের নেতৃত্বাধীন একটি প্রতিষ্ঠান, যারা ১৩৪ বিলিয়ন রুপি দর প্রস্তাব করে। অন্যদিকে বেসরকারি বিমান সংস্থা এয়ার ব্লু দর দেয় ২৬.৫ বিলিয়ন রুপি। এর আগে গত বছর পিআইএ বেসরকারিকরণের উদ্যোগ ব্যর্থ হয়।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- প্রবাসে মৃত্যু যেন ‘মরার ওপর খাঁড়ার ঘা’, মরদেহ নিয়ে যত ভোগান্তি
- মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানের ইন্তেকাল
- পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় বাড়ল ৬ দিন নিবন্ধন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
- ক্রিসমাস উপলক্ষে ইউরোপজুড়ে চলছে সাজ সাজ রব, মেতেছেন প্রবাসী বাংলাদেশিরাও
- তিন দশক পর বিক্রি হয়ে গেল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স
Loading...






