কাতারের শিল্পাঞ্চল সানাইয়ায় বাস করেন লাখো বিদেশি শ্রমিক। কিন্তু সেখানে সরকারিভাবে এতোদিন কোনো হাসপাতাল চালু ছিল না। ফলে অসুখ হলে শ্রমিকদেরকে আসতে হতো দোহায় হামাদ মেডিকেলের প্রধান হাসপাতালে।
তবে এখন থেকে আর সেই ভোগান্তি পোহাতে হবে না শ্রমিকদেরকে। বরং সানাইয়াতেই তারা পাবেন বিনামূল্যে সরকারি চিকিৎসা। সেজন্য সানাইয়ায় চালু হয়েছে হামাদ হাসপাতালের একটি নতুন জরুরি বিভাগ।
সানাইয়ায় যেসব শ্রমিক বসবাস করেন, তারা এখন থেকে জরুরি চিকিৎসার জন্য যেতে পারবেন এই জরুরি বিভাগে। এমনটাই জানালেন হামাদ মেডিকেল কর্পোরেশনের কর্মকর্তারা। এর ফলে শ্রমিকদের ভোগান্তি যেমন কমবে, তেমনি দোহায় হামাদ হাসপাতালের উপর চাপও কমে আসবে।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com