২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান
Loading...

২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান
চলতি বছর পাকিস্তানের মহাকাশ কর্মসূচির জন্য ছিল এক যুগান্তকারী বছর। এই বছরের অগ্রগতিকে কাজে লাগিয়ে আগামী বছর চীনের সহায়তায় চাঁদে অভিযান শুরু করতে চায় দেশটি।
স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপে এ তথ্য জানান পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফেয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) পরিচালক শাফাত আলী।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
তিনি বলেন, ২০২৫ সাল পাকিস্তানের মহাকাশ প্রকল্পগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। মহাকাশ প্রযুক্তি এবং অনুসন্ধানে উল্লেখযোগ্য অগ্রগতির সূচনা করেছে। আগামী বছরে সরকারের অব্যাহত সমর্থন এবং চীনের সঙ্গে শক্তিশালী সহযোগিতার পাকিস্তান চাঁদে পা রাখবে।
চলতি বছরে পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফেয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) স্যাটেলাইট প্রযুক্তি, রকেট উন্নয়ন এবং মহাকাশ গবেষণা অবকাঠামোতে অর্জনের পর এমন ঘোষণা এলো।
যদিও চাঁদে অভিযানের অনেক প্রস্তুতি এখনও বাকি রয়েছে। তবে পাকিস্তানি বিজ্ঞানী এবং প্রকৌশলীরা মিশন পরিকল্পনা, প্রযুক্তি স্থানান্তর এবং উন্নয়নে তাদের চীনা প্রতিপক্ষের সাথে ব্যাপকভাবে সহযোগিতার আশা করছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
বিশেষজ্ঞদের মতে, চীনের সহায়তায় অত্যাধুনিক মহাকাশ প্রযুক্তি হাতে পাচ্ছে পাকিস্তান। এর মাধ্যমে মহাকাশ অনুসন্ধান সক্ষমতা ও গবেষণা কাজে যেমন এগিয়ে যাবে পাকিস্তান, তেমনি দেশের ভেতরেও মহাকাশ প্রযুক্তির উদ্ভাবনে তা সহায়ক হবে।
যোগাযোগ, পৃথিবী পর্যবেক্ষণ এবং আবহাওয়া পর্যবেক্ষণের জন্য একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে সুপারকো আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করেছে। এসব সাফল্য সংস্থাটিকে চন্দ্র অভিযানের মতো উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণী আত্মবিশ্বাস জুগিয়েছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






