ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদীদের সতর্ক করেছে সৌদি নেতৃত্বাধীন জোট

Loading...

ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদীদের সতর্ক করেছে সৌদি নেতৃত্বাধীন জোট

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে উত্তেজনা প্রশমনের উদ্যোগ ব্যাহত হলে সরাসরি জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। সম্প্রতি দখল করা প্রদেশগুলো থেকে শান্তিপূর্ণভাবে সরে যেতে বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে (এসটিসি) আহ্বান জানানো হয়। খবর আল জাজিরা।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, দখল করা দুই প্রদেশ থেকে বিচ্ছিন্নতাবাদী বাহিনীর শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার সময় এসেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের লক্ষ্য হলো সামরিক উত্তেজনা না বাড়িয়ে সংঘাত কমিয়ে আনা এবং পরিস্থিতি শান্ত রাখা।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুরকি আল মালিকি বলেন, শান্তি ফেরানোর উদ্যোগ লঙ্ঘন করে কোনো সামরিক তৎপরতা হলে তাৎক্ষণিক ও সরাসরি ব্যবস্থা নেয়া হবে। বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এ অবস্থানের উদ্দেশ্য।

তিনি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বেসামরিকদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও তোলেন। তবে এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

Loading...

সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের বক্তব্য এমন সময়ে করা হয়েছে যখন এসটিসি অভিযোগ করেছে যে ইয়েমেনের হাদরামাউত প্রদেশে তাদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। একই সময়ে সংঘাত দ্রুত বাড়তে থাকায় সংযমের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে মার্কো রুবিও বলেন, সংযম ও কূটনীতি অব্যাহত রাখার আহ্বান জানানো হচ্ছে, যাতে দীর্ঘস্থায়ী সমাধানে পৌঁছানো যায়।

চলতি মাসের শুরুতে এসটিসি ঘনিষ্ঠ বাহিনী সৌদি সমর্থিত সরকারের কাছ থেকে হাদরামাউত ও আল মাহরা প্রদেশের বড় অংশের নিয়ন্ত্রণ নেয়। হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে এসটিসি ও সরকার দীর্ঘদিন মিত্র ছিল। তবে সাম্প্রতিক অগ্রগতিতে সেই সম্পর্ক চাপের মুখে পড়েছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের শাসক পরিষদ প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের সদস্য আব্দুল্লাহ আল আলিমি সৌদি অবস্থানকে সমর্থন জানান। তিনি বলেন, এটি ইয়েমেনের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে সৌদি আরবের দৃঢ় অবস্থানকে স্পষ্ট করে।

এদিকে ইয়েমেন সরকার হাদরামাউতে বেসামরিকদের সুরক্ষা দিতে প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা নিতে সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি আহ্বান জানিয়েছে। স্থানীয় এক সামরিক কর্মকর্তা জানান, সৌদি সীমান্তের কাছে প্রায় ১৫ হাজার সৌদি সমর্থিত যোদ্ধা মোতায়েন রয়েছে। তবে তাদের অগ্রসর হওয়ার নির্দেশ দেয়া হয়নি।

বিশ্লেষকদের মতে, বিচ্ছিন্নতাবাদীদের অগ্রগতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সমন্বয়ের ওপরও চাপ তৈরি করছে। একই সঙ্গে এটি ইয়েমেনে শান্তি প্রক্রিয়াকে আরো জটিল করে তুলছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading