ঢাকা-করাচি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশকে অনুমতি দিলো পাকিস্তান
Loading...

ঢাকা-করাচি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশকে অনুমতি দিলো পাকিস্তান
ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) এ অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সামা নিউজ।
শুক্রবার (২ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে সামা নিউজ জানায়, এ অনুমোদনকে আঞ্চলিক বিমান চলাচলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। নতুন বছরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আকাশ সংযোগে এটি একটি নতুন অধ্যায় বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
সূত্র জানায়, সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের সিএএ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। প্রাথমিকভাবে এ অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। পরে পরিস্থিতি বিবেচনায় অনুমোদনটি পুনর্বিবেচনা করা হতে পারে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নির্ধারিত ও অনুমোদিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে হবে। পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত রুট ও শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
এ ছাড়া করাচি বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি নির্দিষ্ট স্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটসংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে হবে এবং অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিশ্চিত করতে হবে।
পাকিস্তানের বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের জনগণ উপকৃত হবে। এতে ভ্রমণ সহজ হবে, জনগণের মধ্যে যোগাযোগ বাড়বে এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






