খানবাড়িতে খুশির খবর বাজছে বিয়ের সানাই!
Loading...

খানবাড়িতে খুশির খবর বাজছে বিয়ের সানাই!
লরেন্স বিষ্ণোইর হুমকি আর কড়া নিরাপত্তার বেড়াজালের অস্থিরতার মাঝেই বলিউড সুপারস্টার সালমান খানের পরিবারে বইছে খুশির হাওয়া।
বাড়িতে বেজে উঠেছে বিয়ের সানাই। তবে সালমানের নয়, জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তাঁর ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাগদানের খবরটি নিশ্চিত করেছেন অয়ন। ছবি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।
তবে এই খুশির খবরের নিচেও ভক্তদের সেই চিরচেনা প্রশ্ন ভাগ্নে বিয়ের পিঁড়িতে বসলেও মামা সালমানের বিয়ে কবে? বরাবরের মতো এই প্রশ্নের উত্তর এবারও অজানাই রয়ে গেছে।
Loading...
ব্যক্তিগত জীবন নিয়ে যা বললেন ভাইজান: সদ্যই ‘বিগ বস ১৯’-এর সঞ্চালনা শেষ করে নিজের জন্মদিন উদযাপন করেছেন সালমান খান। তবে এই খ্যাতির আড়ালে নিজের একাকীত্ব নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তিনি।
এক সাক্ষাৎকারে ভাইজান জানান, গত ২৫ বছর ধরে তিনি কারও সঙ্গে ব্যক্তিগতভাবে নৈশভোজে যাননি। তাঁর পুরো জীবন এখন শুটিং সেট, ঘর আর হোটেলের চার দেয়ালের মাঝেই সীমাবদ্ধ।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
সালমান আক্ষেপ করে বলেন, এই জীবনযাপনের কারণে আমি অনেক বন্ধু হারিয়েছি। এখন আমার হাতে গোনা মাত্র চার-পাঁচজন বন্ধু আছে। তবে বছরের পর বছর ধরে ভালোবাসা ও পাশে থাকার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি এই মেগাস্টার।
কড়া নিরাপত্তার চাপে থাকা খান পরিবারে অয়নের এই বাগদানের খবরটি স্বস্তির নিঃশ্বাস নিয়ে এসেছে বলে মনে করছেন ঘনিষ্ঠরা।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






