টেকনাফে প্রবাসীর লাশ উদ্ধার, আটক ৩

Loading...

টেকনাফে প্রবাসীর লাশ উদ্ধার, আটক ৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়ায় একটি বাগান থেকে জাহেদ হোসেন (২২) নামে এক মালয়েশিয়া প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।

নিহত জাহেদ হোসেন ওই এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে স্থানীয় নুরুর বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

স্থানীয়দের ভাষ্যমতে, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে স্থানীয় একদল দুর্বৃত্ত জাহেদ হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সারারাত তিনি আর বাড়ি ফেরেননি।

পরদিন সকালে পাহাড়ে কাঠ কাটতে যাওয়ার পথে একদল কাঠুরিয়া নুরুর বাগানে একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে কাছে গিয়ে লাশটি শনাক্ত করে স্বজনদের খবর দেয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি জাহেদের বলে নিশ্চিত করেন এবং স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে টেকনাফ মডেল থানা ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির পৃথক টিম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নিহত প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। আবার বসতবাড়ি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাড়াটে লোকজন দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও তারা ধারণা করছেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করেছে।

Loading...

স্থানীয় জনতার সহায়তায় সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাদীপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading