বিয়ের দুইদিন আগে চিরনিদ্রায় শায়িত হলেন সৌদি প্রবাসী আসলাম

Loading...

বিয়ের দুইদিন আগে চিরনিদ্রায় শায়িত হলেন সৌদি প্রবাসী আসলাম

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আসলাম নামে ২৪ বছর বসয়ী এক সৌদি প্রবাসী যুবক নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে সখীপুর–সাগরদিঘী সড়কের বড়চওনা মোটের পুকুরপাড় এলাকায় মোটরসাইকেল ও একটি পাইপবোঝাই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। আসলাম সখীপুর উপজেলার বড়চওনা বেলতলী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

জানা গেছে, গত সোমবার রাতে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন তিনি। আগামী শুক্রবার তার বিয়ের দিন ঠিক করা ছিল। প্রবাস থেকে ফিরে নতুন জীবনের স্বপ্ন দেখার আগেই সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৩টার দিকে আসলাম মোটরসাইকেল নিয়ে বড়চওনার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

বুধবার (৭ জানুয়ারি) সকালে বড়চওনা বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

নিহতের চাচা ইউসুফ ড্রাইভার বলেন, “সোমবার রাতেই বিদেশ থেকে দেশে ফিরেছিল আসলাম। শুক্রবার তার বিয়ের কথা ছিল। প্রবাসে থেকে সে পরিবারের সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। কিন্তু একটি দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।”

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading