২০২২ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কাতারজুড়ে চলছে স্টেডিয়াম নির্মাণের কাজ। ইতোমধ্যে তিনটি স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হয়েছে। আরও দুটি চলতি বছর শেষ হচ্ছে।
নির্মাণাধীন স্টেডিয়ামগুলোর মধ্যে একটি হচ্ছে রাস আবু আবুদ স্টেডিয়াম। এই স্টেডিয়াম অন্য সব স্টেডিয়ামের চেয়ে ভিন্ন বৈশিষ্ট্যে তৈরি করা হচ্ছে।
প্রথমে দেখে নিন, নির্মাণ কাজ শেষ হওয়ার পর এই স্টেডিয়ামের রূপ কেমন হবে-
এবার এর নির্মাণ সম্পর্কে ভিন্নধর্মী একটি তথ্য জানুন। দৃষ্টিনন্দন এই স্টেডিয়ামটি তৈরি করা হচ্ছে কন্টেইনার দিয়ে।
সমুদ্রপথে পণ্য পরিবহনে ব্যবহৃত নানা রঙের কয়েক শ কার্গো কন্টেইনার জড়ো করা হয়েছে এ উপলক্ষে। গতানুগতিক ধারার পরিবর্তে এভাবে একটি স্টেডিয়াম তৈরি করে ফেলা সম্ভব, তা হয়তো অনেকে ভাবেননি আগে।
এই স্টেডিয়ামে বসে ৪০ হাজার দর্শক খেলা দেখার সুযোগ পাবেন।
আরেকটি বিস্ময়কর ব্যাপার হলো, বিশ্বকাপ ফুটবলের আসর শেষ হওয়ার পর এই স্টেডিয়াম পুরোপুরি খুলে ফেলা হবে।
তখন কেউ হয়তো কল্পনাও করতে পারবে না যে এখানে একদা এক স্টেডিয়াম ছিল যেখানে বিশ্বকাপের খেলা দেখেছেন হাজারো দর্শক।
ভিডিওতে দেখতে নিচে ক্লিক করুন:
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com