কাতার কাঁপালেন ‘নগরবাউল’ জেমস: প্রবাসীদের ভালোবাসায় মুগ্ধ রকস্টার

Loading...

কাতার কাঁপালেন ‘নগরবাউল’ জেমস: প্রবাসীদের ভালোবাসায় মুগ্ধ রকস্টার

মরুর বুকে সুরের ঝড় তুললেন বাংলাদেশের রক লিজেন্ড মাহফুজ আনাম জেমস। কাতারের সানাইয়া এশিয়ান টাউন এম্ফিথিয়েটারে আয়োজিত ‘এশিয়ান মেগা কনসার্ট’-এ হাজার হাজার প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে মঞ্চ মাতালেন এই সংগীত তারকা।

শুক্রবার রাতে অনুষ্ঠিত এই কনসার্টে জেমসের গিটারের ঝঙ্কার আর কণ্ঠের জাদুতে মেতে ওঠেন রেমিট্যান্স যোদ্ধারা। কানায় কানায় পূর্ণ এম্ফিথিয়েটারে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস সামলাতে আয়োজকদের বেশ বেগ পেতে হয়।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...


রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ভালোবাসা
কনসার্ট শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেমস তার মুগ্ধতা প্রকাশ করেন। তিনি বলেন, “রেমিট্যান্স যোদ্ধারা অনেক কষ্ট করেন, রেমিট্যান্স যোদ্ধারাই দেশের রিয়েল হিরো। । তাদের কর্মমুখর জীবনে এইটুকু সময় আনন্দ দিতে পেরে আমি তৃপ্ত। সংগীতের মাধ্যমে তাদের সাথে যে মেলবন্ধন তৈরি হলো, আশা করি তারা দেশের জন্য সামনে আরও কাজ করবেন।”

কাতারের দর্শকদের উন্মাদনা দেখে তিনি বলেন, “আমি আশা করিনি এতো সুন্দর আয়োজন আর এতো দর্শক এখানে পাব। আমি সত্যিই মুগ্ধ।” সুযোগ পেলে আবারও কাতারে আসার প্রতিশ্রুতি দেন তিনি।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

ঘর পালানো সেই কিশোর থেকে রক লিজেন্ড
১৯৬৪ সালে নওগাঁয় জন্ম নেওয়া জেমসের শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামে। বাবা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও সংগীতের নেশায় ঘর ছেড়েছিলেন তিনি। চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ের সেই দিনগুলো থেকে শুরু করে আজ তিনি বাংলা রকের অবিসংবাদিত সম্রাট। দীর্ঘ ক্যারিয়ারে নগরবাউল ব্যান্ডের মাধ্যমে তিনি জয় করেছেন কোটি মানুষের হৃদয়।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading