কাতারের বিভিন্ন এলাকায় দোকানে চুরির অভিযোগে এক আরবকে আটক করেছে পুলিশ। আটকের পর এই ব্যক্তির কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে।
তবে আটক ব্যক্তির নাম ও তিনি কোন আরব দেশের নাগরিক, তা প্রকাশ করেনি পুলিশ।
পরে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তাকে তুলে দেওয়া হয়।
কাতার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এই অভিযান পরিচালনা করে। কাতারে সাম্প্রতিক সময়ে এমন আরও বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ যারা বিভিন্ন বাসা ও দোকান এবং গাড়ির ভেতর থেকে জিনিসপত্র চুরির সাথে জড়িত ছিল।
এ ধরণের চুরি রোধে কাতারে সব দোকানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রতি আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
কাতার ও কাতার প্রবাসীদের নিয়ে আরও কিছু খবর
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com