কাতারে বেশ কয়েকদিন ধরে চলমান নেটওয়ার্ক সমস্যার সমাধান করেছে উরিদু। ফলে এখন উরিদুর পুরো মোবাইল সেবা আগের অবস্থায় ফিরে এসেছে। উরিদু কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এর আগে গত কয়েকদিন ধরে নেটওয়ার্কজনিত সমস্যায় ভোগেন গ্রাহকরা। বিশেষ করে উরিদু ডাটা ব্যবহার করতে পারছিলেন না অনেকে।
উরিদু জানায়, একদল প্রকৌশলী অনবরত চেষ্টা করেছেন যাতে পুরো সমস্যাটি দ্রুত সমাধান করা যায়। উরিদু নেটওয়ার্কের সেবার ব্যাপারে কর্তৃপক্ষ সজাগ দৃষ্টি রাখছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com