কাতারে ডেবিট কার্ড ব্যবহার করে একদিনে এটিএম থেকে ৫ হাজার রিয়ালের বেশি তোলা যাবে না, এমন একটি নোটিশ ছড়িয়ে পড়েছে কাতারে সামাজিকমাধ্যমগুলোতে।
কাতার কেন্দ্রীয় ব্যাংকের নামে এই নোটিশটি আরবি ও ইংরেজিতে অনেকে শেয়ারও করছেন।
তবে কাতার কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নোটিশটি পুরোপুরি ভুয়া ও অসত্য।
এ ধরণের কোনো নির্দেশনা কাতারে নেই। তাই এতে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com