বিদেশে কর্মীদের কর্মস্থলের জীবন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া ভালো। কারণ প্রবাস জীবনে পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী থাকতে হয়। তাই মানসিক কষ্ট থাকা স্বাভাবিক। তাই ভিন্ন পরিবেশে ও ভিন্ন সংস্কৃতিতে নিজেকে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করতে হবে।
কাজের সময়: আন্তর্জাতিক শ্রম আইনে কাজের সময় দৈনিক ৮ (আট) ঘন্টা। কিন্তু বাস্তবে পোশাক কারখানা, নির্মাণ কাজ, কৃষি খামারের ক্ষেত্রে শ্রমিকদের বেশি সময়ও কাজ করতে হতে পারে।
গৃহকর্মীদের ক্ষেত্রে বাড়ির মালিকের ইচ্ছা অনুযায়ী কাজের সময় নির্ধারিত হয়।
বাসস্থান: মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ক্যাম্পে থাকতে হয়। তাই জেনে নিন আপনার নিয়োগকারী কোম্পানি আপনাকে কোথায় রাখবে।
বাংলাদেশের চাইতে তাপমাত্রা বেশি হয়ে থাকে। দিনে প্রচন্ড গরম এবং শীতকালে রাতে তীব্র শীত অনুভূত হতে পারে।
বিদেশে যাওয়ার আগে বর্হিগমন ছাড়পত্র সংগ্রহ করতে হয়।
বহির্গমন ছাড়পত্র প্রদান: স্ব-উদ্যোগে বা আত্মীয়-সজনের মাধ্যমে ওয়ার্ক-পারমিট/এনওসি/এন্ট্রি-পারমিট সংগ্রহ করলে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোতে উপস্থিত হয়ে বা রিক্রুটিং এজেন্টের মাধ্যমে বহির্গমন ছাড়পত্রের জন্য আবেদন করতে হবে।
ছাড়পত্রের জন্য যেসব কাগজপত্র জমা দিতে হয়, এর মধ্যে রয়েছে:
বিদেশে যাওযার আগে নিশ্চিত হোন নিম্মবর্ণিত কাগজপত্র আপনার কাছে রয়েছে কিনা?
আরও ফিচার পড়ুন এখান থেকে
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com