কাতার অবরোধকারী চতুর্থ দেশ বাহরাইন এবার কাতারের জন্য আকাশসীমা উন্মুক্ত করার ঘোষণা দিল। আজ ১১ জানুয়ারি সোমবার থেকে বাহরাইনের আকাশসীমায় প্রবেশ করতে পারবে কাতার এয়ারওয়েজ।
এর আগে গত ৫ জানুয়ারি কাতার সংকট সমাধানের সিদ্ধান্ত নেয় সৌদিআরব, আরব আমিরাত, মিসর ও বাহরাইন। পরে একে একে সবগুলো দেশ কাতারের জন্য সীমান্ত উন্মুক্ত করার ঘোষণা দেয়।
২০১৭ সালের ৫ জুন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছিল এই চার দেশ। পরে দীর্ঘ সাড়ে তিন বছরের বেশি সময় ধরে বন্ধ ছিল সব ধরণের যোগাযোগ।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com