ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে।
এ ফিচারের মাধ্যমে কনট্যাক্টের কাউকে কোনো ভিডিও পাঠানোর আগে সেটি মিউট করা যাবে।
ইতোমধ্যেই হোয়াটসঅ্যাপ বেটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়েছে ‘মিউট ভিডিও’ নামের এই ফিচারটি।
বেটা সংস্করণের মাধ্যমে ফিচারটির পরীক্ষা চালাচ্ছে ও গ্রাহকদের থেকে ফিডব্যাক নিচ্ছে।
আর এ পরীক্ষা শেষ হলে সবার জন্য উন্মুক্ত হবে ফিচারটি।
যখন কেউ ভিডিও শেয়ার করতে যাবেন তার আগে মিউট ভিডিও ফিচারে ক্লিক করলে সেটি ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হবে।
এ ছাড়াও ব্যবহারকারী পুরো ভিডিও মিউট করতে না চাইলে নির্ধারিত অংশের ভিডিও মিউট করারও সুবিধা পাবেন। টেক্সট, এডিটসহ অন্য ফিচারগুলো আগের মতোই থাকছে।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com