বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
Loading...

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আরও এক দফায় বাড়ল জ্বালানি তেলের দাম। ইসরাইলে গত মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেলের এই মূল্যবৃদ্ধি ঘটল।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে আরও বৃহৎ সংঘাত এবং চলমান উত্তেজনার কারণে তেল সরবরাহে বিঘ্নিত হওয়ার শঙ্কায় এ মূল্যবৃদ্ধি হয়েছে বলে ধারণা বিশ্লেষকদের।
কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে
Loading...
ব্রেন্ট ক্রুড তেলকে আন্তর্জাতিকভাবে তেলের দাম মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাপকাঠি বলে বিবেচনা করা হয়। এ ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। গত মঙ্গলবার বাণিজ্য চলাকালে তেলের দাম ৫ শতাংশের বেশি বাড়তে দেখা গেছে।
ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেকের তৃতীয় বৃহত্তম সদস্যরাষ্ট্র।
ব্যবসায়ীদের আশঙ্কা, মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক উত্তেজনা বেড়ে গেলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর প্রভাব পড়বে।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর
Loading...
বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় ২০ শতাংশ কুয়েত ও ওমানের মাঝে অবস্থিত এই নৌপথটি দিয়ে পরিচালিত হয়ে থাকে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকসহ অন্য ওপেক সদস্যরাও এই প্রণালি দিয়েই তাদের অধিকাংশ বাণিজ্য সম্পন্ন করে থাকে।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান মঙ্গলবার রাতে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত ১৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তেহরানকে এর জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। এতে ইরান-ইসরাইল যুদ্ধ বাধার শঙ্কা তৈরি হয়েছে।
- ফেনী,কুমিল্লা,কক্সবাজার ও চট্টগ্রামে প্রবাসীদের মধ্যে এইডস ছড়িয়েছে বেশি
- কাতারের অনুরোধে আফগানিস্তানে সামরিক অভিযান বন্ধ করেছিল পাকিস্তান
- ফিলিপাইনে অভ্যুত্থানে জেন-জি, প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
- বিপিএলের ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, নিলামে কার দাম কত?
- ড্রাইভিং লাইসেন্সের জন্য ৬০ ঘণ্টার বাধ্যতামূলক প্রশিক্ষণ: বিআরটিএ চেয়ারম্যান
Loading...






