ই-পাসপোর্ট জটিলতায় ফ্রান্স প্রবাসীরা, রেমিট্যান্স হারাচ্ছে সরকার

Loading...

ই-পাসপোর্ট জটিলতায় ফ্রান্স প্রবাসীরা, রেমিট্যান্স হারাচ্ছে সরকার

বাংলাদেশে ২০২০ সালে চালু হয়েছে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট সেবা। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই প্রথম এই সেবা চালু করে।

বিশ্বের ১১৮ টি দেশে ই-পাসপোর্ট সেবা চালু রয়েছে। এদিকে দেশের ৬৪টি জেলার ৭২টি আঞ্চলিক অফিস থেকে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও সরবরাহ সেবা চালু রয়েছে।

কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে

Loading...

দেশের বাহিরে ৮০টি মিশনের মধ্যে ৪৫ টি দূতাবাস ও কনসুলেটএ ই-পাসপোর্ট কার্যক্রম সেবা চলমান। ইতোমধ্যে উন্নত রাষ্ট্রগুলোতে এমআরপি পাসপোর্টের বদলে ই-পাসপোর্টের ব্যবহারের বৃদ্ধি পাচ্ছে ।

এ অবস্থায় ই-পাসপোর্ট না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। ইউরোপের রাষ্ট্রগুলোতে বিমানবন্দরে যাদের ই-পাসপোর্ট আছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়া হয়। আর যাদের এমআরপি পাসপোর্ট তাদের সেবা দেওয়া হয় পরে।

ইউরোপসহ স্বল্পোন্নত দেশগুলোতে ই-পাসপোর্ট কার্যক্রম অনেক আগেই চালু হয়েছে। তবে এই সেবা এখনো ঝুলে রয়েছে ফ্রান্স বাংলাদেশ দূতাবাসে। ফ্রান্সে চলমান রয়েছে অনিয়মিত প্রবাসীদের বৈধকরণ কার্যক্রম।

সময়ের সঙ্গে ই-পাসপোর্ট তৈরি করতে না পারায় দুর্ভোগ পোহাতে হচ্ছে ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের।

ফ্রান্সে বসবাসরত সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাহবুব হোসাইন জানান, ‘দ্রুত ই-পাসপোর্ট কার্যক্রম চালু না হলে হাজারো বাংলাদেশী অনিয়মিত ফ্রান্সে বৈধতা গ্রহণ করতে পারবে না।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর

Loading...

পূর্বে যাদের ই-পাসপোর্ট রয়েছে তারা ফ্রান্সে এসে বৈধতা গ্রহণের অপেক্ষায় রয়েছেন। ফ্রান্স বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট চালু না থাকায় তারা বেশি সঙ্কটে রয়েছেন।

পাশাপাশি সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রেমিট্যান্স। প্রবাস থেকে বৈধ উপায়ে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে পাসপোর্ট এর প্রয়োজনীয়তা আবশ্যিক।

যেকোন ব্যাংক অথবা এক্সচেঞ্জ হাউসে গেলে সর্বপ্রথম পাসপোর্ট দিতে হয়। পাসপোর্ট না থাকায় বাধ্য হয়ে প্রবাসীরা হুন্ডির মাধ্যমে স্বজনদের কাছে টাকা পাঠাচ্ছেন। সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রেমিট্যান্স।

Loading...

আরেকজন প্রবাসী ভুক্তভোগী নাইম হাওলাদার জানান, ফ্রান্সে আসার পরে পাসপোর্ট হারিয়ে যায়। দূতাবাসে ই-পাসপোর্ট চালু না হওয়ায় আমাকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

কারণ আমার হারানো পাসপোর্টটি ছিল ই-পাসপোর্ট। সমস্যা সমাধানে অসংখ্য বার দূতাবাসে যোগাযোগ করেও কোন সুরাহা মিলেনি।

বাংলাদেশ মিশন ফ্রান্সের পাসপোর্ট উইং শরহাদ শাকিল জানান, এই পাসপোর্ট কার্যক্রমের প্রয়োজনীয় সরঞ্জামাদি মিশনে পাঠিয়েছে ঢাকা।

Loading...

ই-পাসপোর্ট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে পাসপোর্ট অধিদপ্তর ঢাকা থেকে কারিগরি টিম আসার কথা ছিলো ২০২৩ সালের আগষ্ট মাসে। পরে এবছর একবার আসার কথা হয়েছিল কিন্তু আসেনি।

ফ্রান্সে ই-পাসপোর্ট কার্যক্রমের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। মন্ত্রণালয়ে দূতাবাসের পক্ষ থেকে অসংখ্যবার চিঠি দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তরের যৌথ প্রচেষ্টায় এ সমস্যার সমাধান করা সম্ভব। তবে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীরা বলছেন ভিন্ন কথা ।

Loading...

ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশিরা বসবাস করেন ইতালিতে। তারপর দ্বিতীয় অবস্থানে বসবাস করেন ফ্রান্সে।

ইউরোপের যেসব দেশে বাংলাদেশীদের বসবাস একেবারেই কম সেই জায়গায় ই পাসপোর্ট চালু হয় কিন্তু ফ্রান্সে চালু হচ্ছে না।

Deshrupantor

Loading...

Loading