কাতারে ৩০ এপ্রিল এশিয়ান মেগা কনসার্ট: আসছেন জেমসসহ অনেকে

Loading...

কাতারে ৩০ এপ্রিল এশিয়ান মেগা কনসার্ট: আসছেন জেমসসহ অনেকে

কাতারে আসছেন নগর বাউল জেমস, এমন খবরে উচ্ছসিত প্রবাসীরা। দীর্ঘদিন পর কাতারে প্রবাসীদের জন্য জেমসের গান শোনার সুযোগ করে দিতে আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান মেগা কনসার্ট।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানের উদ্যাগ নিয়েছে দ্যা রয়েল আকসা রেস্টুরেন্ট।

জেমসের পাশাপাশি বাংলাদেশ থেকে আরও অনেক তারকা অংশ নেবেন এই মেগা কনসার্টে। বিদ্যা সিনহা মিম, ববি হক, বেইলি আফরোজ, রিপা, ইজাজ, আরফান, ইউসুফসহ অন্যান্য দের বর্ণিল পরিবেশনায় মুগ্ধ হবেন প্রবাসীরা, এমন আশা আয়োজকদের।

Loading...

এ উপলক্ষে কাতারে নাজমা এলাকায় অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ দ্যা রয়েল আকসা রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  এতে কনসার্টের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ সোহরাব হোসেন সরকার।

সোহরাব হোসেন সরকার

রয়েল আকসা রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্ব্ত্তাধিকারী সোহরাব হোসেন সরকার বলেন, দেশ থেকে অনেক দূরে কাতারে বসবাসরত লাখো প্রবাসীকে আনন্দ দিতে বাংলাদেশের গুণী ও জনপ্রিয় শিল্পীদের নিয়ে আসছি আমরা।  পাশাপাশি এর মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশি সংস্কৃতির প্রচার ও বিকাশে আমরা ভূমিকা রাখার চেষ্টা করছি।

অনলাইনে টিকেট কিনতে এখানে ক্লিক করুন

কাতার প্রবাসী সাংবাদিক এম এ সালামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুলসহ অন্যন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Loading...

সংবাদ সম্মেলনে জানানো হয়, কাতারের সানাইয়া এশিয়ান টাউনে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ৩০ এপ্রিল বুধবার বিকেল ৪টা থেকে ভেন্যূতে প্রবেশের সুযোগ পাবেন দর্শকরা।  অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়।  পুরো অনুষ্ঠান উপস্থাপনা করবেন আরশিয়া আলম।

কাতার প্রবাসীদের জন্য ভিভিআইপি, গোল্ড ও সিলভারসহ মোট ৫ ধরনের টিকেট বিক্রি শুরু হয়েছে।  ফলে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রবাসীরা এই অনুষ্ঠান উপভোগের সুযোগ পাবেন।

Loading...

আরও খবর

Loading...

Loading