গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি স্পেনের প্রধানমন্ত্রীর

Loading...

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি স্পেনের প্রধানমন্ত্রীর

গাজায় অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

বুধবার মাদ্রিদে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে তিনি এই দাবি জানান।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

বৈঠকে দুই নেতা গাজায় দীর্ঘদিন ধরে চলমান মানবিক সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন।

সানচেজ বলেন, ফিলিস্তিনে যে গণহত্যার ঘটনা চলছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এর সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। তিনি উপত্যকায় ‘কাল্পনিক নয়, বাস্তবিক’ যুদ্ধবিরতি নিশ্চিত করার আহ্বান জানান।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

স্পেনের প্রধানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যৎ শাসনকাঠামো নির্ধারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব সহযোগিতা করবে মাদ্রিদ।

বৈঠক শেষে মাহমুদ আব্বাস ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ায় স্পেনের প্রতি কৃতজ্ঞতা জানান।

পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিনের স্বীকৃতি আদায়ে জোট গঠনে স্পেনের নেতৃত্বেরও প্রশংসা করেন।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

বিডি-প্রতিদিন

Loading...

Loading