বিমানবালাকে টয়লেটে টেনে নিয়ে যান ভারতীয় যুবক!
Loading...

বিমানবালাকে টয়লেটে টেনে নিয়ে যান ভারতীয় যুবক!
সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে এক বিমানবালাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছেন ২০ বছরের এক ভারতীয় যুবক।
তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিঙ্গাপুর পুলিশ। এ বছরের ২৮ ফেব্রুয়ারির ঘটনা। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে বিমান নামতেই গ্রেফতার করা হয়েছিল যুবককে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
তবে কোথা থেকে সেই বিমান উড়েছিল, তা প্রকাশ করেনি বিমান সংস্থা। ১৪ মে আদালত ওই ভারতীয় যুবককে দোষী সাব্যস্ত করতে পারে বলে খবর।
সিঙ্গাপুরের দৈনিক ‘দ্য স্ট্রেটস টাইমস’ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি রাত ১১টা ২০ মিনিটের দিকে এক নারী যাত্রীকে শৌচালয়ে নিয়ে গিয়েছিলেন নির্যাতিত বিমানবালা।
ওই নারী শৌচালয় থেকে বের হওয়ার পর মেঝেতে টিস্যু পেপারের টুকরো পড়ে থাকতে দেখেন বিমানবালা। তিনি নিচু হয়ে সেটি তুলতে গেলে তাকে পিছন থেকে ঠেলে শৌচালয়ে ঢুকিয়ে দেন যুবক।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
তার পরে নিজেও সেখানে প্রবেশ করে দরজা ভিতর থেকে বন্ধ করে দেন। সে সময় ওই নারী যাত্রী বিমানের বাকি কর্মীদের খবর দেন। শৌচালয়ের ভিতর থেকে বিমানবালাকে টেনে বার করেন।
এর পরে বিমানবালা বিষয়টি সুপারভাইজারকে জানান। বিমান চাঙ্গি বিমানবন্দরে নামতেই ওই ভারতীয় যুবককে গ্রেফতার করে পুলিশ।
সংবাদমাধ্যমকে বিমানবন্দর পুলিশের অ্যাসিসট্যান্ট কমিশনার এম মালতী জানান, এই ধরনের অভিযোগ গুরুত্ব দিয়েই বিবেচনা করা হয়।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
কারণ, বিমানবালারা যাত্রীদের সুরক্ষার জন্য কাজ করেন। সোমবার পুলিশ ওই যুবকের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে আদালতে।
আগামী শুনানিতে তাকে দোষী সাব্যস্ত করতে পারে আদালত। দোষী সাব্যস্ত হলে তিন বছর পর্যন্ত জেল হতে পারে ওই ভারতীয় যুবকের। সঙ্গে জরিমানাও হতে পারে।
আরও খবর
Loading...
