অসুস্থ শিশুদের দিকে হাত বাড়িয়ে ফিফার পুরস্কার পেলেন জাখোর ভক্তরা

Loading...

অসুস্থ শিশুদের দিকে হাত বাড়িয়ে ফিফার পুরস্কার পেলেন জাখোর ভক্তরা

ইরাকের ছোট শহর জাখোর মানবিক হৃদয়ের পরিচয় দিয়ে আবারও আলোচনায় এসেছে। স্থানীয় ক্লাব জাখো এসসি-এর ভক্তরা তাদের ফ্যান অ্যাওয়ার্ডে ফিফার ‘দা বেস্ট’ ফ্যান অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

এই স্বীকৃতি এসেছে তাদের অভিনব উদ্যোগের জন্য। ইরাকের স্টার্স লিগে আল হুদুদ ক্লাবের বিপক্ষে ম্যাচ চলাকালীন ভক্তরা গ্যালারি থেকে অসংখ্য খেলনা মাঠে ছুঁড়ে দেন, যা পরে অসুস্থ শিশুদের জন্য বিতরণ করা হয়।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

ক্লাবের অধিনায়ক আহমেদ ইব্রাহিম বলেন, ‘শিশুদের সাহায্য করার জন্য মাঠে খেলনা নিক্ষেপ সত্যিই অনন্য উদ্যোগ। আমাদের অঞ্চলে অনেক শিশু আছে যাদের চিকিৎসা সহায়তা প্রয়োজন। এই ধরনের কর্মকাণ্ড তাদের অনেক সাহায্য করে।’

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

৩৩ বছর বয়সী ডিফেন্ডার ইব্রাহিম আরও বলেন, ‘শহরটি ছোট হলেও ভক্তদের হৃদয় অনেক বড়। তারা সবসময় খেলোয়াড়দের এবং প্রতিপক্ষদের শ্রদ্ধা করে। তারা বিদ্যালয়, গৃহহীন এবং অসুস্থদের জন্য নানা সাহায্য নিয়ে আসে।’

জাখো আড়াই লাখ মানুষের একটি শহর এবং স্থানীয় ক্লাবটি গত মৌসুমে ইরাক লিগে তৃতীয় স্থানে এবং ইরাক কাপের ফাইনালে খেলে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading