আজ থেকে বরিশাল সেক্টরে বিমান ফ্লাইট বন্ধ
Loading...

আজ থেকে বরিশাল সেক্টরে বিমান ফ্লাইট বন্ধ
উড়োজাহাজ সংকটের কারণে আজ থেকে বরিশাল সেক্টরে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ করা হচ্ছে। এতে সমগ্র দক্ষিণাঞ্চলের একমাত্র বরিশাল বিমানবন্দরের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাবে।
এর ফলে শুধু বিভাগীয় সদর নয়, পায়রা সমুদ্রবন্দর ও পর্যটনকেন্দ্র কুয়াকাটার দ্রুত যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হবে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
১৯৯৫ সালের ৩ ডিসেম্বর বরিশাল বিমানবন্দর চালুর পর থেকে একাধিকবার ফ্লাইট বন্ধের ঘটনা ঘটেছে। সর্বশেষ ২০২১ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নিয়মিত ফ্লাইট চালু হয়।
তবে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে পদ্মা সেতু উদ্বোধনের পর ‘যাত্রী সংকটের’ অজুহাতে সপ্তাহে তিনদিনে ফ্লাইট সীমিত করা হয়। অথচ এ সময়ে যাত্রী ধারণক্ষমতার ৭০-৮৫% পূর্ণ ছিল।
বরিশালবাসীর পক্ষ থেকে বিমান চলাচল উপদেষ্টা ও নৌপরিবহন উপদেষ্টার কাছে ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। এবার উড়োজাহাজ সংকটের কারণ দেখিয়ে ফ্লাইট ‘সাময়িকভাবে’ বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক জানিয়েছেন, ‘উড়োজাহাজ সংকটের কারণেই বরিশালসহ আরও দুটি রুটে ফ্লাইট সাময়িক বন্ধ রাখা হচ্ছে। খুব শিগগিরই বরিশাল সেক্টরে পুনরায় ফ্লাইট চালু করা হবে।”
নাম প্রকাশে অনিচ্ছুক বিমান-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অভ্যন্তরীণ রুটের জন্য ব্যবহৃত পাঁচটি ‘ড্যাশ ৮ কিউ-৪০০’ মডেলের উড়োজাহাজের মধ্যে বর্তমানে দুটি চলাচল অযোগ্য। বাকি তিনটির মধ্যে দুটি সম্পূর্ণ মেরামতের জন্য অন্তত এক মাস সময় লাগবে।
Loading...
কানাডার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, দুটি উড়োজাহাজ মেরামত সম্পন্ন হলেই আমরা বরিশালসহ বন্ধ সব সেক্টরে ফ্লাইট চালু করব।বাংলাদেশ চাকরির বাজার
এদিকে ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ‘বরিশাল বিভাগ স্বার্থ সংরক্ষণ পরিষদ’। সংগঠনের আহ্বায়ক নজরুল ইসলাম রাজন এবং সদস্য সচিব ডা. মিজানুর রহমান জানিয়েছেন, অবিলম্বে বরিশাল সেক্টরে নিয়মিত ফ্লাইট চালু না হলে আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে শেষ ফ্লাইটে ৬০ জন যাত্রী নিয়ে ‘এস-২ একেডি’ নম্বরের উড়োজাহাজ বরিশাল বিমানবন্দরে অবতরণ করে।
Loading...
ক্যাপ্টেন রাইহান আহমেদ বিমানটি পরিচালনা করেন। সন্ধ্যা ৬টার পর একই ফ্লাইটে ৬৫ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি ঢাকায় ফিরে যায়।
আরও পড়ুন
- ট্রাম্পকে দেয়া কাতারের উপহার: ৪০০ মিলিয়ন ডলারের বোয়িংকে এয়ার ফোর্স ওয়ানে রূপান্তর শুরু
- শাহজালাল বিমানবন্দরে একজন যাত্রীর সঙ্গে দুজনের বেশি প্রবেশ নিষিদ্ধ
- নির্ধারিত সময়ে চালু হচ্ছে না কক্সবাজার এয়ারপোর্টের আন্তর্জাতিক টার্মিনাল
- থার্ড টার্মিনাল চলবে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে
- সৌদিতে তিন খাতে সীমিত হচ্ছে প্রবাসীদের কাজের সুযোগ
Loading...
