লটারিতে ৬৩ কোটি টাকা জিতলেন দুবাই প্রবাসী বাংলাদেশি

Loading...

লটারিতে ৬৩ কোটি টাকা জিতলেন দুবাই প্রবাসী বাংলাদেশি

দুবাইয়ে ‘বিগ টিকিট’ লাটারিতে টানা দ্বিতীয়বারের মতো এবারও ভাগ্য খুলেছে এক প্রবাসী বাংলাদেশির। গত ৩ আগস্ট অনুষ্ঠিত ‘বিগ টিকিট সিরিজ ২৭৭’-এর অধীনে বাংলাদেশি সবুজ জিতে নিয়েছেন ২ কোটি দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৩ কোটি ৫৬ লাখ টাকা।

সবুজের বিজয়ী টিকিটের নম্বর ছিল ১৯৪৫৬০। খবর গালফ নিউজের।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

সবুজ ছাড়াও আরও ছয়জন ৫০ হাজার দিরহাম করে সান্ত্বনা পুরস্কার পেয়েছেন। এছাড়া ‘বিগ উইন হুইল’ ঘুরিয়ে চারজন প্রতিযোগী ৫০ হাজার থেকে এক লাখ ৫০ হাজার দিরহাম পর্যন্ত পুরস্কার জিতেছেন।

উল্লেখ্য, গত মাসেও আরেক বাংলাদেশি, ৪৩ বছর বয়সী ইলেকট্রিশিয়ান মোহাম্মদ নাসের বেলাল, প্রায় ৭৯ কোটি টাকা জিতেছিলেন।

আরও পড়ুন

Dhaka Today

Loading...

Loading